ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর ২৭ দিন

প্রকাশিত: ১০:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 আর ২৭ দিন

স্টাফ রিপোর্টার ॥ নদীর স্র্রোতধারার মতোই সময় বহমান। ক্রমশ এগিয়ে আসছে বিশেষ দিনটি। দেশের নানা স্থানে স্থাপিত ডিজিটাল ঘড়ির মাধ্যমে চলছে এখন ক্ষণগণনা। বাকি আর ২৭ দিন। আসছে ১৭ মার্চ সেই বিশেষ দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতীয় পর্যায়সহ দেশবিদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে উদ্্যাপিত হবে মুজিববর্ষ। সরকারী বেসরকারী আয়োজনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও উদ্যাপিত হবে জাতির পিতার জন্মশতবর্ষ। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর সরকারী-বেসরকারী উদ্যোগে নেয়া হয়েছে বছরব্যাপী বিশাল কর্মসূচী। আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী নানা আয়োজনে উদযাপিত হবে জাতির জনকের জন্মশতবার্ষিকী। মুজিববর্ষ উপলক্ষে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের মামলার ডাটাবেজ। মন্ত্রণালয়ের আইন বিভাগ মুজিববর্ষেই এই উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করেছে। শুরুতে বিশেষ গুরুত্বপূর্ণ মামলাগুলো চিহ্নিত করে ডাটাবেজের অন্তর্ভুক্ত করা হবে। পরে সেসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনী লড়াই চালানো হবে বলে জানান সংশ্লিষ্টরা। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, এই পর্যন্ত ভূমি মন্ত্রণালয়কে বিবাদী করে দায়ের করা রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মামলাগুলো চিহ্নিত করা হবে। পরবর্তী সময়ে সব মামলাই এই ডাটাবেজের আওতায় নিয়ে আসা হবে। এজন্য ডাটাবেজ ও সফটওয়্যার তৈরির কাজ চলছে। পার্বত্য চট্টগ্রামের ভূমি ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনসহ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত আইনের একটি তালিকাও ইতোমধ্যে তৈরি হয়েছে। এসব আইনের কোনটির জন্য বিধিমালা তৈরিরও কাজ চলছে। সাধারণ মানুষকে দ্রুত সেবা দেয়ার জন্য ভূমি সংক্রান্ত আইনগুলোর একটি কোড নম্বর প্রকাশ করা হবে। ২০২০ ও ২০২১ সালের মার্চ মাসকে সেবা মাস হিসেবে ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। মুজিববর্ষের পরও এই মার্চ মাসকে সেবা মাস ঘোষণা করে মানুষকে সেবা দেয়ার চেষ্টা করা হবে। এছাড়া পালন করা হবে ভূমি সেবা সপ্তাহ। তেজগাঁওয়ে যে ভূমি ভবন নির্মিত হচ্ছে সেটার সামনে বঙ্গবন্ধুর একটি বড় ম্যুরাল বা ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থাগুলোর শূন্যপদ পূরণ করার উদ্যোগ নেয়া হবে এই মুজিববর্ষেই। মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও ডিজিটাইজেশন করতে চায় সরকার। এরইমধ্যে ‘ভিশন ২০২১’ অর্জনের জন্য ভূমি সেবাগুলোকে ডিজিটাইজেশনের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ভূমি সংস্কার বোর্ডের অধীনে ২০১৬ সালের ২ নবেম্বর থেকে ই-মিউটেশন কার্যক্রম শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ বছরের ১৭ মার্চ (২০২০) থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের ৩০০টি উপজেলা ও সার্কেলে শতভাগ ই-নামজারি সেবা চালু করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
×