ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

‘ইমপ্রেশন অব নেচার’ প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত: ১০:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  ‘ইমপ্রেশন অব নেচার’ প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ গ্যালারিতে প্রবেশ করেই চোখে পড়বে মৃত গাছের গোড়ার দিকের অংশের ছবি। এছাড়া বিবর্ণ ফুল, মানবাকৃতির পত্রশূন্য বৃক্ষ, দূষিত জলরাশিতে হাঁসের বিচরণ, দূষিত পানিতে গোসল করার দৃশ্য, জনবহুল শহরে কালো ধোঁয়া, বনের ধ্বংসযজ্ঞের মধ্যে বাঘের কোন রকমে বেঁচে থাকাসহ বিভিন্ন প্রাণী, গাছ-পালা, পশু-পাখির দৃশ্য দেখা যাচ্ছে গ্যালারির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। যেগুলো প্রকৃতি পরিবর্তনের কারণে ধ্বংস হতে চলেছে। প্রকৃতির বিরুদ্ধে চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সাদা ক্যানভাসে কালো রঙের এসব ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘ইমপ্রেশন অব নেচার’ শীর্ষক যৌথ প্রদর্শনী। আউটডোর কমিউনিটি আয়োজিত যৌথ প্রদর্শনীর একুশ শিল্পী হচ্ছে আজমল হোসেন, দীপ্র বণিক, হেলাল শাহ, খাদিজাতুন নোমানী, খিং সাই মারমা, লিজা শরিফা, মধুবন্তী রায়া, মাণিক বণিক, মারজান কবির, মহসিন কবির হিমালয়, মৃণাল বণিক, নুসরাহ জাহান তিতলী, প্রীতম মজুমদার, প্রদীপ সাহা, রাজিব মাহবুব, শক্তিমোহিত সুবীর, সীমা ম-ল, সাজিয়া রহমান সন্ধ্যা, শক্তি নোমান, তানজিমা তাবাচ্ছুম এশা ও তারিকুল ইসলাম হিরক। জয়নুল গ্যালারিতে সোমবার বিকেলে সাত দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাগনাম ম্যানেজমেন্ট কনসাল্টিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিনেব জীনাত লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস রিসার্চার তাসলিমা ইয়াসমিন ও গ্রীন সেভার্সের ফাউন্ডার নগর কৃষক আহসান রনি। প্রদর্শনী উদ্বোধনের সময় আহসান রনি বলেন, আমি একজন ক্ষুদ্র পরিবেশকর্মী হিসেবে বুঝি ঢাকা শহরে অনেক গাছের পরিচিতি আছে। সেগুনবাগিচা, তালতলা, কাঁটাবন, গাবতলীসহ আরও অনেক জায়গার নামকরণ গাছের নামে। কোন না কোন এক সময় এগুলো সেখানে ছিল। আমরা এগুলো মেরে ফেলেছি। ঢাকা শহরেও বিভিন্ন সময়ে বৃক্ষ রোপণ হয় কিন্তু সেগুলো লালন হয় না। গাছ আমাদের গরম বাতাস নিয়ে আর ঠান্ডা বাতাস দিতে পারছে না। আমার আহ্বান আসুন আমরা সবাই সবুজ মনস্ক হই। দিনেব জীনাত লতিফ বলেন, আমরা বিভিন্নভাবে প্রকৃতিকে ধ্বংস করছি। কিন্তু এই প্রকৃতিই ছিল আমাদের প্রকৃত ক্যানভাস। পরিবেশ দূষণের তীব্রতা এতই বেড়ে গেছে যে, প্রকৃতির ভারসাম্য বজায় থাকছে না। পরিবেশ দূষণের প্রতিবাদ হিসেবে এই প্রদর্শনী যথার্থ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। প্রদর্শনীর একজন তরুণ শিল্পী তানজিমা তাবাচ্ছুম এশা বলেন, পৃথিবীজুড়ে প্রকৃতির ওপর যে ধ্বংস তা-ব চলছে তাতে হারিয়ে যাচ্ছে এর যৌবন ও নিজস্ব রং। মানুষের সৃষ্ট ভুলের মাসুল হয়ে পুরো পৃথিবীতে প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগ। মানুষ আজ ভুলতে বসেছে যে তারা প্রকৃতিরই অংশ। এই অসচেতনতা আমাদের জন্য যেমন ক্ষতিকর তেমনই আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও হুমকিস্বরূপ।
×