ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবরারের মৃত্যু

মুচলেকা দিয়ে প্রথম আলো সম্পাদকের জামিন

প্রকাশিত: ১০:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  মুচলেকা দিয়ে প্রথম আলো সম্পাদকের জামিন

কোর্ট রিপোর্টার ॥ কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত নিহত হওয়ার মামলায় দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের দুই হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছে সিএমএম আদালত। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ জামিনের আদেশ দেন। গত ২০ জানুয়ারি হাইকোর্ট এ আসামিকে চার সপ্তাহের জামিন দেয়। এরপর তাকে সিএমএম আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে অনুযায়ী সোমবার মতিউর রহমান আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। গত ১৬ জানুয়ারি মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আসামি পক্ষে এ্যাডভোকেট এহসানুল হক সমাজী, আমিনুল গণি টিটো, প্রশান্ত কর্মকার, চৈতন্যচন্দ্র হালদার, আশরাফুল আলম শুনানি করেন। বাদীপক্ষে শুনানিতে এ্যাডভোকেট ওমর ফারুক আসিফ জামিন আবেদনের বিরোধিতা করেন। মামলার অপরাপর আসামি হলেনÑ প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, হেড অব ইভেন্ট এ্যান্ড এ্যাক্টিভিশন কবির বকুল, নির্বাহী শুভাশিষ প্রামানিক শুভ, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম পাভেল, নির্বাহী শাহপরান তুষার, ডেকোরেশন ও জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানের জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার।
×