ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাপসিকামের ভেতরে ব্যাঙ

প্রকাশিত: ১০:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  ক্যাপসিকামের ভেতরে ব্যাঙ

কানাডার নিকোল গ্যাগনন ও জেরার্ড ব্ল্যাকবার্ন দম্পতি খাওয়ার জন্য বাজার থেকে ক্যাপসিকাম কিনে বাড়ি ফেরেন। রাতের খাবার তৈরির জন্য সবজি কাটতে গিয়ে অবাক হয়ে যান দুজনই। তারা ক্যাপসিকামের ভেতর ব্যাঙ দেখে অবাক হয়ে যান। কিভাবে ক্যাপসিকামের ভেতরে ব্যাঙটি ঢুকল, তা কিছুতেই বুঝতে পারলেন না। এমনকি ক্যাপসিকামে কোন ছিদ্রও ছিল না। সঙ্গে সঙ্গে ওই দম্পতি ক্যাপসিকামটি ব্যাঙসহ আলাদা একটি পাত্রে রেখে দোকানে নিয়ে যান। যেখান থেকে কিনেছিলেন সেখানে নিয়ে গিয়ে দৃশ্যটা দেখান তারা। সাধারণত হন্ডুরাস থেকে ক্যাপসিকাম যায় কানাডায়। তাই কানাডার খাদ্য প্রক্রিয়াকরণ দফতরকে বিষয়টি দেখতে বলা হয়েছে। সেখানকার খাদ্য প্রক্রিয়াকরণ দফতর আগেও এই ধরনের অভিযোগ পেয়েছেন। কাঁচা সবজির মধ্যে পোকা দেখা গেছে আগেও। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেসব পোকা খুবই ছোট ছিল। ব্যাঙ পাওয়ার উদাহরণ আগে ছিল না। ওই ধরনের ব্যাঙ কানাডা ও হন্ডুরাস দুজায়গাতেই দেখা যায়। তাই কোথা থেকে ব্যাঙ এলো, তা স্পষ্ট নয়। এক গবেষক মনে করছেন, ক্যাপসিকামটি যখন গাছে বেড়ে উঠছিল তখনই ঢুকে পড়ে ওই ব্যাঙ। ক্যাপসিকামটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছিদ্রটি বুজে গেলেও ব্যাঙটি ভেতরে রয়ে গেছে। সবজি থেকেই খাবার সংগ্রহ করেছে। -দ্য ইউনিয়ন জার্নাল
×