ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগের আগে হোঁচট রিয়ালের

প্রকাশিত: ১০:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 চ্যাম্পিয়ন্স লীগের আগে হোঁচট রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগে স্প্যানিশ লা লিগায় হোঁচট খেয়েছে গ্যালাক্টিকোরা। রবিবার রাতে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে সফরকারী সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। এরপরও ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিনেদিন জিদানের দল। ৫২ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। ২১ পয়েন্ট নিয়ে ১৭তম অবস্থানে আছে সেল্টা। টানা পাঁচ জয়ের পর এমন ড্রয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল কোচ জিদান। ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই গোল হজম করে রিয়াল। ফিওডর স্মলভের গোলে এগিয়ে যায় সেল্টা। এই ব্যবধানেই বিরতিতে যায় দু’দল। প্রথমার্ধে তেমন সুযোগই সৃষ্টি করতে পারেনি রিয়াল। আক্রমণের ধার বাড়িয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে রিয়াল। ৫২ মিনিটে মার্সেলোর পাসে গোল করতে ভুল করেননি টনি ক্রুস। পরে ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে গ্যালাক্টিকোদের এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস। ইডেন হ্যাজার্ডকে সেল্টা গোলরক্ষক ট্যাকেল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে শেষদিকে রিয়ালকে হতাশা উপহার দেন প্রতিপক্ষের স্ট্রাইকার মিনা লরেঞ্জো ৮৫ মিনিটে সমতাসূচক গোল করে।
×