ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩২ বছর পর আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 ৩২ বছর পর আসামি  গ্রেফতার

স্টাফ রির্পোটার, নারায়ণগঞ্জ ॥ স্ত্রীকে হত্যার দায়ে ৩২ বছর আগেই যাবজ্জীবন কারাদন্ড সাজা হয়েছিল আব্দুল মতিনের (৫৫)। সাজার রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন তিনি। দীর্ঘ ৩২ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়ে পলাতক জীবনের অবসান হলো তার। শুরু হলো কারাবাস জীবন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বদলপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি পার্শ্ববর্তী ঝাউকান্দি গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ১৯৮৮ সালে পারিবারিক কলহের জের ধরে মতিন তার স্ত্রী উপজেলার হাজীরটেক এলাকার ফয়েজুদ্দিনের মেয়ে জান্নাতকে গলাটিপে হত্যা করে। পরে স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করে। এরপর থেকেই পালিয়ে বেড়ায় ঘাতক মতিন। পরবর্তীতে বিষয়টি আত্মহত্যা নয় বলে জানাজানি হলে নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করে। এই মামলায় ১৯৯১ সালে বিশেষ ট্রাইব্যুনাল আদালত মতিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে করে রায় প্রদান করেন।
×