ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় এক রাতে তিন স্থানে অগ্নিকান্ড ॥ একজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 খুলনায় এক রাতে তিন  স্থানে অগ্নিকান্ড ॥ একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় রবিবার রাতে পৃথক তিনটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে হরিণটানা থানার শ্মশানঘাট এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার রাত ১২টার দিকে নগরীর হরিণটানার শ্মশান ঘাট এলাকায় একটি কুঁড়েঘরে আগুন লাগে। খবর পেয়ে খুলনা সদর স্টেশনের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নিহত ওই বৃদ্ধা ভিক্ষুক ছিলেন। শ্মশান ঘাট এলাকায় একটি কুঁড়েঘরে একা বসবাস করতেন। এদিকে রাত একটার দিকে রূপসা স্ট্যান্ড রোডের তেরোগোলা এলাকার কোকাকোলা গোডাউনের পাশের স’মিলের কাঠের আড়তে আগুন লাগে। এতে রূপসা নদীর তীরের প্রায় ৮-১০টি জ্বালানি কাঠের দোকান পুড়ে যায়। খবর পেয়ে নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া রাত ১টার দিকে দীঘলিয়া উপজেলার জামান জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে খুলনা স্থল-কাম নদীর সাইট স্টেশনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরে বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা ফরিদপুর জানান, সালথা উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম খোরশেদ মোল্যা (৮৫)। অগ্নিকান্ডে এ সময় তিনটি বসতঘর ও দুটি রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নিহত খোরশেদ মোল্যা উপজেলার খলিশপুট্টি গ্রামের মৃত খহোম মোল্যার ছেলে। জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার খলিশপুট্টি গ্রামে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধ খোরশেদ মোল্যা বের হতে পারেননি। রাজশাহী তিন ঘর স্টাফ রিপোর্টার রাজশাহী জানান, বাঘা উপজেলার দেবত্তর বিনোদপুর এলাকায় মানিক নামে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। রবিবার রাতে রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। স্থানীয়রা জানান, রাতে দেবত্তর গ্রামের আজিজুল হকের ছেলে মানিকের (৪৫) রান্নাঘরে প্রথমে আগুন লাগে। এই আগুন ছড়িয়ে পড়ে তাদের গরুর ঘরসহ নিজ শয়ন কক্ষে। এ সময় এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। এর কিছুক্ষণ পরে উপজেলার তেথুলিয়া ফায়ার স্টেশনের লোকজন চলে আসে। এক পর্যায় সকলের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
×