ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ০৯:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 বিনামূল্যে চক্ষু চিকিৎসা

সংবাদদাতা, পীরগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ॥ পীরগঞ্জ আরএম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকাল ৯টায় চক্ষু ক্যাম্প উদ্বোধন হয়েছে। আলহাজ তোবারক আলী চেরিটেবল ট্রাস্টের আয়োজন করেন। দিনাজপুর গাউসুল আজম চক্ষু হাসপাতালের চিকিৎসকরা বিনামূল্যে ৫ শতাধিক সাধারণ রোগীকে চিকিৎসা প্রদান করেছেন। এদের মধ্যে চোখে ছানি পড়া ও কৃত্রিম লেন্স সংযোজন করার জন্যে ৭০ রোগীকে শনাক্ত করেছে। ট্রাস্টের অর্থায়নে এসব রোগীর অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজন করা হবে বলে জানা গেছে।
×