ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির ২১ ফেব্রুয়ারির কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০৯:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  বিএনপির ২১ ফেব্রুয়ারির কর্মসূচী ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। দলটির দুই দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে ২১ ফেব্রয়ারি ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় বলাকা সিনেমা হলের কাছ থেকে প্রভাতফেরি করে আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবর জিয়ারত। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও আগের দিন ২০ ফেব্রুয়ারি বেলা ২টায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দুই দিনের এই কর্মসূচী কেন্দ্রীয়ভাবে পালন করা ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওইদিন সারাদেশে জেলা-উপজেলা-থানা ও সব ইউনিট কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন ও স্থানীয় ভাষা শহীদদের স্মরণে স্মৃতি মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। ভাষা শহীদদের স্মরণে স্থানীয়ভাবেও আলোচনা সভা হবে। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সরকার দেশের জনগণকে নিজ দেশে পরাধীন করে রেখেছে। ঔপনিবেশিক আমলেও যেটুকু স্বাধীনতা জনগণ ভোগ করেছে এই সরকার তাও কেড়ে নিয়েছে। এখন দেশে জনগণের কোন অধিকার বা মর্যাদা নেই। এর সঙ্গে তাদের ভোটাধিকারও কেড়ে নেয়া হয়েছে। উন্নয়নের কথিত সেøাগানে গত এক দশকে সব মর্যাদা আর অর্জন ধুলিসাৎ করা হয়েছে।
×