ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বইমেলার অন্যতম আকর্ষণ ডাকসুর বঙ্গবন্ধু কর্নার

প্রকাশিত: ০৯:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 বইমেলার অন্যতম  আকর্ষণ ডাকসুর  বঙ্গবন্ধু কর্নার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের অমর একুশে বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বইমেলায় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বইমেলায় আসা দর্শনার্থীদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা দিতেই এই কর্নার করা হয়েছে বলে জানান ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। বাংলা একাডেমি প্রাঙ্গণের নজরুল মঞ্চে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত ছবি, বই, দেশী-বিদেশী পত্রিকার সংবাদ স্থান পেয়েছে। এছাড়াও রাখা হয়েছে জাতির পিতার বিভিন্ন উক্তি ও দুর্লভ ছবি। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ, ঐতিহাসিক ছয় দফার ইতিহাস উপস্থাপনের মাধ্যমে সজ্জিত করা হয়েছে পুরো নজরুল মঞ্চ। সোমবার বাংলা একাডেমির নজরুল মঞ্চে গিয়ে দেখা যায়, মেলায় আসা নানা বয়সের দর্শনার্থীরা ‘বঙ্গবন্ধু কর্নার’ প্রদর্শনী উপভোগ করছেন।
×