ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিফাত হত্যা মামলা ঢাকায় বদলির নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত: ০৯:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২০

রিফাত হত্যা মামলা ঢাকায় বদলির নির্দেশনা চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ বরগুনায় প্রকাশ্য দিবালোকে শাহ নেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা বরগুনা থেকে ঢাকার দায়রা জজ আদালতে বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা আবেদনের ওপর আগামী বুধবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে ৩৯তম বিসিএসে (বিশেষ) সুপারিশকৃত ৩৮ প্রার্থীকে নিয়োগ না দেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে হবে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। রিফাত শরীফকে হত্যার মামলা বরগুনা থেকে ঢাকার দায়রা জজ আদালতে বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা আবেদনের ওপর বুধবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। সোমবার আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ দিন ধার্য করে। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মিন্নির পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট জেড আই খান পান্না ও এ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এফ আর খান। নিহতের স্ত্রী ও মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নি গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
×