ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনে পণ্য বিক্রি অর্ধেকে নেমে এসেছে

প্রকাশিত: ০৯:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 চীনে পণ্য বিক্রি অর্ধেকে নেমে এসেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বছর ব্যবধানে চীনের অভ্যন্তরীণ বাজারে পণ্যের সার্বিক বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। বেজিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কর্মকর্তারা জানান, করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে হুবেইসহ কয়েকটি প্রদেশের মানুষ প্রায় ঘরবন্দী। কাজে যোগ দিতে পারছেন না, কারখানার কর্মীরা। স্থানীয় পণ্য উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমেছে। এর প্রভাব পড়েছে অভ্যন্তরীণ বাজারে। খাবারসহ সব ধরনের নিত্যপণ্য বিক্রি গেল দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। চীনের বার্ষিক জিডিপি পূর্বাভাস দুই শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
×