ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হঠাৎ নেতৃত্ব ছাড়লেন ডুপ্লেসিস

প্রকাশিত: ০৮:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০

হঠাৎ নেতৃত্ব ছাড়লেন ডুপ্লেসিস

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্যাফ ডুপ্লেসিসের দুনিয়াটা কত দ্রুতই না বদলে গেল। এবি ডি ভিলিয়ার্সের অবসরে তাকে ঘিরে আবর্তিত হচ্ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। টেস্ট, ওয়ানডে, টি২০ তিন ফরমেটেই ছিলেন অধিনায়কের দায়িত্বে। বিশ্বকাপে চরম ভরাডুবিতে পরিবর্তনটা আসে ঝড়ের বেগে। ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ৪-১এ টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে ও টি২০তে নতুন অধিনায়ক কুইন্টন ডি কককে নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। সেখানে এমনকি একাদশেও জায়গা হয়নি ডুপ্লেসিসের। ধারণা করা হচ্ছিল টেস্টের দায়িত্বটা আরও কিছুদিন চালিয়ে যাবেন। কিন্তু সোমবার আচমকাই সব ফরমেটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ৩৫ বছর বয়সী ফ্যাফ বলেন, ‘গত কয়েক সপ্তাহ ক্রিকেটের বাইরে থেকে আমি বুঝতে পেরেছি দেশের প্রতিনিধিত্ব এবং দেশকে এই দারুণ খেলাটায় তিন ফরমেটে নেতৃত্ব দেয়া যে কত বড় সম্মান ও মর্যাদার। কঠিন সিদ্ধান্ত ছিল (অবসর); তবে আমি সমর্থন করছি কুইন্টন ডি কককে (বর্তমান অধিনায়ক) এবং কোচ মার্ক বাউচারকে এবং দলের সবাইকে নিয়ে আমরা নতুন করে আবার শক্তিশালী টিম হয়ে উঠতে পারি।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে টেস্টে ৩৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডুপ্লেসিস। এর মধ্যে ১৮ ম্যাচে জয় ও ১৫টিতে হেরেছে তার দল। ওয়ানডেতে ৩৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৮ ম্যাচে জয় ও ১০টিতে হেরেছে আফ্রিকা। আর সংক্ষিপ্ত ফরমেটে ৩৭ ম্যাচে ২৩ জয়ের বিপরীতে হেরেছে তার দল ১৩টি ম্যাচ। ২০১২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে প্রথম নেতৃত্ব পান ডুপ্লেসিস। সেই থেকে তিন সংস্করণ মিলে মোট ১১২ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে ১১টি সেঞ্চুরি ও ২৮টি হাফ সেঞ্চুরিতে মোট পাঁচ হাজার ১৬৩ রান করেছেন ডুপ্লেøসিস। অধিনায়কত্ব ছাড়লেও তিন ফরমেটেই খেলা চালিয়ে যেতে চান তিনি, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নতুন এক যুগে প্রবেশ করেছে। নতুন অধিনায়ক, নতুন মুখ, নতুন চ্যালেঞ্জ, নতুন কৌশল। আমি একজন খেলোয়াড় হিসেবে তিন ফরমেটেই খেলে যেতে চাই। দলের নতুন নেতাদের আমার জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করতে চাই।’ তিনি আরও বলেন, ‘এই মৌসুমের বাকি সময় টেস্টে এবং আসন্ন টি২০ বিশ্বকাপে আমি অধিনায়কত্ব করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু কখনও কখনও অধিনায়ক হিসেবে স্বার্থপর হতে হয়। আমি সুস্থ এবং ফিট। আমি শক্তিশালী ও অনুপ্রাণিত। এই অবস্থায় যতদিন পারি আমি দলে একটা ভূমিকা পালন করে যাব। দলের জন্য অবদান রাখার চেষ্টা করব। জাতীয় দলকে তিন ফরমেটেই নেতৃত্ব দেয়ার সুযোগটা আমার জন্য ছিল সম্মানের ও অগ্রাধিকারের।’ দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াবে, এগিয়ে যাবে বিশ্বাস ডুপ্লেসিসের, ‘আমদের ক্রিকেট নতুন নেতৃত্ব ও তরুণ খেলোয়াড়দের নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই আমি মনে করছি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে তিন ফরমেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর যথোপযুক্ত সময় এটি। যদিও এই সিদ্ধান্ত নেয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। সরে দাঁড়ালেও আমি কুইন্টন ডি কক, মার্ক বাউচার (কোচ) ও সতীর্থদের সহায়তা ও সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ’ যোগ করেন ডুপ্লেসিস। কঠিন হলেও দলের ভবিষ্যত নেতা তৈরি করার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন ৬৫ টেস্টে ৯ সেঞ্চুরিতে ৩ হাজার ৯০১ রান করা এই ব্যাটসম্যান।
×