ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাতের মামলায় ক্যাশিয়ারের সাজা

প্রকাশিত: ০৮:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 অর্থ আত্মসাতের মামলায় ক্যাশিয়ারের সাজা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ গত দুই মাসে ফরিদপুর স্পেশাল জজ আদালতের ৮টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুর সদর হাসপাতালের সাবেক ক্যাশিয়ার টি.এম কামরুল হাসানের। তার বিরুদ্ধে দুদকের দেয়া অর্থ আত্মসাতের মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেন ফরিদপুর স্পেশাল জজ আদালতের বিচারক মতিয়ার রহমান। তিনি বর্তমানে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। এদিকে সোমবার ৮ম মামলায় রায় ঘোষণার সময় অভিযুক্ত পলাতক ছিলেন। টি.এম কামরুল হাসান মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ গ্রামের বাদশা তালুকদারের পুত্র। দুদকের পক্ষ থেকে গত ২০০২ সালের ১৬ জুলাই মাদারীপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার রায়ে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৪০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫২ হাজার ৭শত ৩ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড, একই আইনের ৪৬৮ ধারায় তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড, একই আইনের ২১৮ ধারায় তাকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড। এছাড়া ৫(২) ধারায় তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মামলায় রায়ের অপরাধের সাজা একত্রে গণনা করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
×