ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কাউটস উদ্যোগ

প্রকাশিত: ০৭:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 স্কাউটস উদ্যোগ

সেবা কার্যক্রম নিয়েই ব্যস্ত সময় কাটে স্কাউটারদের। বিশ্বব্যাপী সাড়া জাগানো প্রতিষ্ঠান এই স্কাউটস। সে সূত্র ধরে বাংলাদেশ স্কাউটসও পিছিয়ে নেই। সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস। তরুণ প্রাণপ্রাচুর্যে ভরপুর এই স্কাউটাররা দেশের যে কোন সেবা কাজে এগিয়ে আসতে কখনও দু’বার ভাবে না। যত রকম ইতিবাচক কাজ রয়েছে সেখানেই পদচারণা রয়েছে বাংলাদেশ স্কাউটস এর। বন্যা, খরা বা শৈতপ্রবাহে ঢাল হয়ে দাঁড়ায় তারুণ্যদীপ্ত স্কাউটস দল। প্রতিবছরই অল্প সময়ের জন্য হলেও তীব্র শৈতপ্রবাহ হানা দেয় আমাদের দেশে। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং অন্যান্য বছরের তুলনায় এবারের শীতের মাত্রা যেন একটু বেশিই ছিল। শীতের শুরু থেকে শেষ অবধি শীতের তাপমাত্রায় তেমন হের ফের হয়নি। যার ফলে মৌসুম জুড়েই ছিল শীতের দাপট। শীত এলেই আমাদের দেশে দেখা যায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের শীত বস্ত্র বিতরণের দৃশ্য। অবশ্যই ব্যাপারটা ইতিবাচক, তবে এর সঙ্গে আরও কিছু চিন্তার অবকাশ রয়েছে বলে জানান ঢাকা জেলা রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর মোঃ এনামুল হক। তিনি বলেন অনেকেই শীতবস্ত্র নিয়ে যান তবে সেখানে কতগুলো শীতবস্ত্র লাগতে পারে সে হিসাব করে যান না। যার ফলে অনেকেই বঞ্চিত হন শীতবস্ত্র থেকে। অনেকে আবার কথা দিয়ে দিয়ে আসেন আমরা আবার আসব কিন্তু অনেকেরই আর আসা হয় না। ফলে অপূর্ণ থেকে যায় বিতরণে। কিন্তু আমরা সেটা করি না। সে অঞ্চলে যাব তার একটি ফিল্ডওয়ার্ক আগে থেকেই সেরে রাখা হয়, এবং সে অনুপাতেই শীতবস্ত্র বিতরণে আমরা অংশ নেই। এভাবেই বিভিন্ন অঞ্চলে ঘুরি। আবার কমতি পরলে আমরা কথা দেয়ানুযায়ী আবার সেখানে গিয়ে দিয়ে আসি। এতে অন্তত আমাদের টার্গেট করা অঞ্চলটা ফুল ফিল করা সম্ভব হয়। এ বছর যেহেতু শীতের তীব্রতা শেষ পর্যন্ত ছিল সে কারণে আমরা শীতের শেষলগ্ন অবধি বিতরণ করেছি শীতবস্ত্র তাও আবার ব্যক্তি উদ্যোগে। বাংলাদেশ স্কাউটসের নিজস্ব উদ্যোগ ছাড়াও স্কাউটসদের ব্যক্তিগত উদ্যোগেও প্রচুর শীতবস্ত্র বিতরণ হয়েছে। এটাও বাংলাদেশ স্কাউটস এবং ঢাকা জেলা রোভারের একটি বড় এচিভমেন্ট বলা যায়। সম্প্রতি ঢাকা জেলা রোভার পুরে যাওয়া কড়াইল বস্তিতে বিতরণ করেছে শীতবস্ত্র। সেখানে স্বউদ্যোগী হয়ে আরও যারা এগিয়ে এসেছিলেন তারা হলেন ঢাকা জেলা রোভারের সহকারী কমিশনার (সিডি) ইঞ্জিঃ তৌহিদুজ্জামান নিপু, ঢাকা ওয়াসার প্রকৌশলী ইস্রাফিল হোসেন আকন্দ, ঢাকা জেলা রোভারের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ফরিদা ইয়াসমিন, রোভার অঞ্চলের ডিআরসি হেদায়েতুল ইসলাম প্রিন্স, ঢাকা পলিটেকনিকের রোভার লিডার সরোয়ার জাহান এবং ঢাকা জেলা রোভারের সহকারী কমিশনার সালহউদ্দিন সহ আরও বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি। ব্যক্তি উদ্যোগ নিয়ে কাজ করার মানসিকতার স্বপ্নবীজও কিন্তু স্কাউটস থেকেই রোপিত হয়। সরকারের উদ্যোগে হাত হাত মিলিয়ে নিঃস্বার্থ কাজ করে গেলে তবেই না দেশটা সুন্দ হবে। সুন্দর আগামীর সমাজ গঠনে বাংলাদেশ স্কাউটসের পাশাপাশি ঢাকা জেলা রোভারও কাজ করে যাচ্ছে নিরলসভাবে। ডিপ্রজন্ম ডেস্ক
×