ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তরুণ লেখক সুমন্ত গুপ্তের বই বঙ্গবন্ধু

প্রকাশিত: ০৭:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  তরুণ লেখক সুমন্ত গুপ্তের  বই বঙ্গবন্ধু

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ পাওয়া যাচ্ছে ভ্রমণ লেখক সুমন্ত গুপ্তর তৃতীয় বই ‘বঙ্গবন্ধু’। বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। ৩২ নম্বর প্যাভিলিয়ন এ বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। একজন আকাশছোঁয়া জনপ্রিয় নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে যার নাম উজ্জ্বল নক্ষত্রের মতো দীপ্যমান। তাঁর দূরদর্শী , বিচক্ষণ, এবং সঠিক নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জেল, জুলুম ও নির্যাতনের কাছে কখনও মাথা নত করেননি। সমস্ত জাতিকে তিনি মুক্তি ও স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করেছিলেন। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া সকলের আদরের খোকা। কিশোর বয়সেই ঝাঁপিয়ে পড়তেন মানুষের কল্যাণে। এরপর সময়ের পরিক্রমায় জড়িয়ে যান রাজনীতির সঙ্গে। ছাত্র নেতা থেকে পরিণত হন জাতীয় নেতায়। তাঁর জন্ম, বেড়ে ওঠা এবং গড়ে ওঠার পুরোটাই প্রত্যহ পাঠযোগ্য এক মহাকাব্য। যে মহাকাব্যের প্রতিটি পাতার প্রতি চরণই আগামী প্রজন্মের দীপ্ত পদক্ষেপে পা ফেলার অগ্নিমশাল। তাঁর শিশু- কিশোর এবং তরুণ বেলার প্রতিটি দিনই সারা বিশ্বের সব শিশুদের জন্য এক গৌরবোজ্জ্বল পথের নিশানা। যেমন করে ভালবেসেছিলেন দেশকে , দেশের মাটি এবং মানুষকে, তা যেন এক পবিত্রতম পথের দিশারী। সুমন্ত গুপ্তর জন্ম ১৯৮৪ সালে সিলেটে। বাবা সন্তোষ কুমার গুপ্ত পেশায় আইনজীবী ছিলেন। মা মৃদুলা গুপ্ত অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, চাকরি করেছেন সোনালী ব্যাংকে । সুমন্তর শৈশব কৈশর কেটেছে সিলেট শহরে। ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সিলেটের এক বেসরকারী ব্যাংক এ কাজ করছেন। সুমন্ত সিলেটের সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত ছোট বেলা থেকেই। জাতীয় দৈনিক পত্রিকাতে লিখছেন নিয়মিতভাবে। যুক্ত আছেন বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে । বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি, সিলেটের প্রতিষ্ঠাতা সুমন্ত গুপ্ত। ছোট বেলা থেকেই মা’র অনুপ্রেরণায় বেড়ে ওঠা। উৎস প্রকাশনা থেকে প্রকাশিত বইটির মূল্য ১১৫ টাকা। ডিপ্রজন্ম ডেস্ক
×