ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেল লাইনের ওপরে দুই যুবকের লাশ

প্রকাশিত: ০৭:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০

রেল লাইনের ওপরে দুই যুবকের লাশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের কাছে রেল লাইনের উপর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন, মদনমোহন সুত্রধর (২৫) ও অজ্ঞাত (২২) এক যুবক। ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানায়, নিহত মদনমোহন একজন নির্মান শ্রমিক। তিনি ভাটারা এলাকায় থাকেন। অন্য যুবকের নাম জানা যায়নি। তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার পরণে সাদা ফুল শার্ট, ভেতরে কমলা টিশার্ট ও ছাই রঙা জিন্স প্যান্ট ছিল। সোমবার মাত্র পাঁচঘণ্টার ব্যবধানে খিলক্ষেত ক্রসিং ও স্টেশন লাগোয়া আশকোনা ক্রসিং থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানার এএসআই মহিউদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে অদূরে ট্রেন দেখে খিলক্ষেত ক্রসিংয়ে দৌঁড়ে পার হচ্ছিলেন মদন মোহন। এ সময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসআই মহিউদ্দিন জানান, এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল পেয়ে আশকোনা রেল গেইট থেকে অজ্ঞাত (২২) আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে সাদা চেক শার্ট ও ছাই রঙের প্যান্ট ছিল। নিহতের পরিচয় সনাক্তের জন্য তার ফিঙ্গার প্রিন্ট করা হচ্ছে।
×