ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান

প্রকাশিত: ০২:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২০

জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান

অনলাইন রিপোর্টার ॥ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের অপমৃত্যুর মামলায় তিনি জামিন পেলেন। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মতিউর রহমান। তার পক্ষে এহেসানুল হক সমাজী, প্রশান্ত কর্মকার, চৈতন্য হাওলাদার প্রমুখ আইনজীবী শুনানি করেন। শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। গত ১৬ জানুয়ারি মতিউর রহমান, আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত ২০ জানুয়ারি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পান মতিউর রহমান। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মতিউর রহমান। গত ৬ নভেম্বর আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন তার বাবা মুজিবুর রহমান।
×