ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু ৪ ঘন্টা বন্ধ ॥ তীব্র যানজট

প্রকাশিত: ২৩:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু ৪ ঘন্টা বন্ধ ॥ তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ ঘন কুয়াশা আর জন নিরাপত্তার জন্য সোমবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এ সময় ঢাকামুখি যানবাহনের চাপ বেশি না থাকলেও উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ ছিল বলে জানিয়েছে পুলিশ। এর ফলে বঙ্গবন্ধু সেতুর উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, ঘন কুয়াশা আর জন নিরাপত্তার জন্য সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এ কারণে বঙ্গবন্ধু সেতুর উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকামুখি যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়া সড়ক দূর্ঘটনা বা অন্য কোন কারণে যানজট সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।
×