ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গবর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়ল

প্রকাশিত: ১২:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০

গবর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়ল

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবিরকে আবারও একই পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২০ মার্চ বা যোগদানের তারিখ থেকে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ৩ জুলাই পর্যন্ত তাকে বাংলাদেশ ব্যাংকের গবর্নর পদে পুনরায় চুক্তিতে নিয়োগ দিয়ে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগের চুক্তির শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে। খবর বিডিনিউজের। ২০১৬ সালের ১৫ মার্চ সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গবর্নর নিয়োগ দেয় সরকার। এরপর ওই বছরের ২০ মার্চ তিনি যোগ দেন। অর্থাৎ আগামী ২০ মার্চ তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সেই হিসেবে গবর্নরের দায়িত্বে সাড়ে তিন মাস মেয়াদ বাড়ছে ফজলে কবিরের। ২০১২ সালে অর্থ সচিবের দায়িত্ব পাওয়ার আগে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ফজলে কবির। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান এবং জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদেও ছিলেন তিনি।
×