ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরগুনায় করোনা সন্দেহে চীনফেরত ছাত্র হাসপাতালে

প্রকাশিত: ১২:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০

বরগুনায় করোনা সন্দেহে চীনফেরত ছাত্র হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৬ ফেব্রুয়ারি ॥ চীন ফেরত শিক্ষার্থী ইমরানের (২২) শরীরে জ্বর থাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে ভয় পাওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী নিজ বাড়ি থেকে তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে আলাদাভাবে রাখা হয়। ইমরান ৯নং এম বালিয়াতলী এলাকার মোখলেছুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করে স্টুডেন্ট ভিসা নিয়ে তিন মাস আগে চীন পড়তে যায় ইমরান। এরপরে চীনে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে ১২ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওনা হয়। বিমানবন্দর থেকে নামার সময় তার গায়ে জ্বর না থাকলেও আজ বাড়িতে এসে ইমরান জ্বরে আক্রান্ত হয়। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে আইসোলেশন বিভাগের আলাদা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। বরগুনা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সোহরাব উদ্দীন বলেন, চীন ফেরত ইমরান গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার গায়ে সামান্য জ্বর থাকলেও ভয় পাওয়ার কোন কারণ নেই। করোনাভাইরাসের যে লক্ষণ একজন মানুষের শরীরে থাকে তার মধ্যে সে রকম কোন সম্ভাবনা নেই। তবু যেহেতু চীন থেকে ফিরেছে তাই তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
×