ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে পচা বাসি মাংস বিক্রির দায়ে এক দোকানকে জরিমানা

প্রকাশিত: ১০:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০

 রাজধানীতে পচা বাসি  মাংস বিক্রির দায়ে  এক দোকানকে  জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ এবার রাজধানীর মাংসের দোকানগুলোতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার পচা বাসি মাংস বিক্রির দায়ে কাপ্তানবাজারের একটি মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, কয়েক দিনের ফ্রিজে রাখা বাসি মাংস কেমিক্যালের রং মিশিয়ে টাটকা বলে বিক্রি করছিল কাপ্তানবাজারের আলমগীরের গোস্ত বিতান। রবিবার কাপ্তানবাজারে অভিযান চালিয়ে এর প্রমাণ পায় বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল। এ সময় সার্বিক সহযোগিতা করেন স্বরাষ্ট্র, খাদ্য, কৃষি ও শিল্প মন্ত্রণালয়সহ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা।
×