ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ১০:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০

  পরমাণু বিজ্ঞানী  ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী  পালিত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ ফেব্রুয়ারি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী রবিবার। এ উপলক্ষে মরহুমের জন্মস্থান রংপুরের পীরগঞ্জে নানা কর্মসূচী পালন করা হয়েছে। জানা গেছে, ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর এবং তার জন্মস্থান লালদীঘি ফতেহপুরে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনগুলো স্মৃতিচারণ, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মধ্যে খাবার বিতরণসহ বেশ কিছু কর্মসূচী পালন করেছে। এ ছাড়া রংপুর জেলা প্রশাসন, পীরগঞ্জ উপজেলা প্রশাসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এর মধ্যে রয়েছে স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল, গরিবদের মাঝে খাবার বিতরণ ও শিশু-কিশোরদের প্রতিযোগিতার কর্মসূচী। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জে লালদীঘি ফতেহপুর গ্রামে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ৯টায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ও পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন, পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার পক্ষ থেকে ক্ষণজন্মা এই পুরুষের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
×