ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এবারের আইপিএল শুরু হবে মুম্বাই-চেন্নাই ম্যাচ দিয়ে

প্রকাশিত: ০৯:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০

 এবারের আইপিএল শুরু হবে মুম্বাই-চেন্নাই ম্যাচ দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৯ মার্চ শুরু হবে ভারতের ঘরোয়া টি২০ ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসর। রবিবার সূচী চূড়ান্ত করেছে টুর্নামেন্টের গভর্নিং বডি। উদ্বোধনী দিনে মুম্বাইর ওয়াংখেড় স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ চেন্নাই সুপার কিংস। অর্থাৎ প্রথমদিনেই রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দুই দলের দ্বৈরথ দেখা যাবে। এ ম্যাচ দিয়ে দীর্ঘ আট মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন ধোনি। গত বছর জুলাইয়ে ওল্ডট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের পর আর মাঠে দেখা যায়নি সাবেক ভারত অধিনায়ককে। কবে অবসর নেবেন ধোনি? এই প্রশ্নে জল কম ঘোলা হয়নি। তবে ভারত কোচ রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছেন আইপিএল দিয়েই ধোনির ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, তিনি আর জাতীয় দলে ফিরবেন কি না, বোঝা যাবে সেটিও। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে ৮ দলের প্রতিটি একে অপরের বিপক্ষে হোম এ্যান্ড এ্যাওয়েভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে। অপর ৬ দল হচ্ছে দিল্লী ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইটরাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। লীগপর্বে প্রত্যেক দল ১৪টি ম্যাচ খেলবে। গ্রুপপর্বে মোট ম্যাচ ৫৬টি। এখনও নকআউট পর্বের সূচী প্রকাশ করা হয়নি। ১৭ মে ব্যাঙ্গালুরু-মুম্বাই ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্ব। মোট ৫০ দিন ধরে চলবে গ্রুপপর্বের লড়াই। গত বছর ৪৪ দিনে শেষ হয়েছিল গ্রুপপর্ব। এবারের টুর্নামেন্টে বিশেষ দিক হচ্ছে কেবল সাপ্তাহিক ছুটির দিন রবিবারে একদিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি ৪৪ দিন মাঠে গড়াবে একটি করে ম্যাচ। যেদিন দুটি ম্যাচ সেদিন প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। বাকি ৪৪ দিনই একটি করে ম্যাচ মাঠে গড়াবে রাত ৮টা ৩০ মিনিটে।
×