ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গারবিন মুগুরুজার বিরুদ্ধে ম্যাচ দিয়ে দুবাই চ্যাম্পিয়নশিপের কোর্টে নামছেন আজ বেলজিয়ান তারকা

শুরুতেই ক্লাইস্টার্সের অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৯:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০

  শুরুতেই ক্লাইস্টার্সের অগ্নিপরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ অবসর ভেঙ্গে দ্বিতীয়বারের মতো টেনিস কোর্টে ফিরছেন কিম ক্লাইস্টার্স। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের মাধ্যমে দীর্ঘ সাত বছরেরও বেশি সময় পর আবারও ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হতে চলেছেন বেলজিয়ামের এই তারকা খেলোয়াড়। তবে শুরুতেই অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে কিম ক্লাইস্টার্সকে। নিজের প্রথম ম্যাচেই যে প্রতিপক্ষ হিসেবে গারবিন মুগুরুজাকে পেয়েছেন তিনি। যে কারণে কঠিন ম্যাচ দিয়েই লড়াইয়ে ফিরতে হচ্ছে কিম ক্লাইস্টার্সকে। তবে গারবিন মুগুরুজার বিপক্ষে লড়াই হবে সেটা টুর্নামেন্ট শুরুর আগেরদিন নিশ্চিত হয়েছে। কেননা এর আগে জানা যায়, দুবাই চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব বত্রিশে হল্যান্ডের কিকি বার্টেন্সের বিপক্ষে খেলবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়নি। ডাচ তারকা কিকি বার্টেন্স গত সপ্তাহ থেকে শুরু হওয়া সেন্ট পিটার্সবার্গের কোর্টে নেমেছেন। খেলেছেনও দুর্দান্ত। টুর্নামেন্টের শুরু থেকেই নজরকাড়া পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। শুরু থেকে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েই ফাইনালে জায়গা করে নেন বার্টেন্স। যে কারণে দুবাই চ্যাম্পিয়নশিপ থেকে শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নেন বার্টেন্স। এর ফলে ক্লাইস্টার্সের প্রতিপক্ষও বদলে যায়। গারবিন মুগুরুজা এবার ওয়াইল্ডকার্ড নিয়ে দুবাই চ্যাম্পিয়নশিপে খেলছেন। তাকেই এবার মুখোমুখি হতে হবে বেলজিয়ান তারকার। গারবিন মুগুরুজা তার সুদীর্ঘ ক্যারিয়ারে দুটি মেজর শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের চ্যাম্পিয়ন গত মাসে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে আর পেরে উঠতে পারেননি তিনি। আমেরিকান টেনিসের প্রতিভাবান খেলোয়াড় সোফিয়া কেনিনের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেন মুগুরুজা। এরপর আর কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি এই স্প্যানিয়ার্ড। মেলবোর্নের পর দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের মাধ্যমেই নতুন মিশন শুরু করবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা খেলোয়াড়। দুবাইয়ে নিজের সেরাটা ঢেলেই দেয়ার লক্ষ্য নিয়েই কোর্টে নামবেন তিনি। কিম ক্লাইস্টার্সও অবশ্য টেনিসে ফেরার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। সুদীর্ঘ ক্যারিয়ারে চারটি গ্র্যান্ডস্লাম জিতেছেন। গত বছর হঠাৎ করেই আবারও অবসর ভেঙ্গে টেনিসে ফেরার ঘোষণা দিয়েছেন নারী এককের সাবেক নাম্বার ওয়ান তারকা। ক্লাইস্টার্সের অবসর ভেঙ্গে ফিরে আসার ঘটনা এটাই অবশ্য প্রথম নয়। এর আগেই ২০০৭ সালে সবাইকে অবাক করে দিয়ে অবসর নিয়েছিলেন তিনি। বিয়ে করে সন্তানের মা হওয়ার আশা ছিল তার। যদিও সেই ‘অবসর’ টিকেছিল দুই বছর। পরে কোর্টে আরও তিনটি গ্র্যান্ডস্লাম জেতেন ক্লাইস্টার্স। এরপর ২০১২ সালে আবারও অবসর নিয়েছিলেন তিনি। সাত বছর কোর্ট থেকে দূরে থাকার পর আবারও কোর্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই বেলজিয়ান তারকা। কিন্তু আবারও কী ভেবে টেনিসে ফেরার সিদ্ধান্ত নিলেন? ক্লাইস্টার্স জানালেন, এই সিদ্ধান্ত নেয়ার পেছনে কাজ করেছে বেশ কিছু কারণ। বড় কারণ হিসেবে ক্লাইস্টার্স জানালেন, ‘সেরেনা উইলিয়ামস বা ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো খেলোয়াড়রা মা হওয়ার পরও নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলে যাচ্ছেন, তাই এটা একটা অনুপ্রেরণা আমার জন্য। আমার মনে হয় না আমি কোন কিছু প্রমাণ করতে চাই। আমার কাছে এই সিদ্ধান্তটা স্রেফ একটা চ্যালেঞ্জ। আমি নিজেকে চ্যালেঞ্জ জানাতে চাই। আবারও শক্তিশালী খেলোয়াড় হিসেবে নিজেকে দেখতে চাই। এটা আমার ম্যারাথন।’ দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খেলবেন আরও বড় বড় অনেক তারকাই। তাদের মধ্যে রয়েছেন সিমোনা হ্যালেপের নামও। প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে না তাকে। সরাসরি দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নামবেন রোমানিয়ান তারকা। এই টুর্নামেন্টে চোখ থাকবে মারিয়া সাক্কারি এবং এ্যারিনা সাবালেঙ্কার মধ্যকার ম্যাচেও।
×