ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ের আশায় অধিনায়ক আরভিন

প্রকাশিত: ০৯:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০

  জয়ের আশায়  অধিনায়ক আরভিন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের মাটিতে ২০১৮ সালের নবেম্বরে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে জিম্বাবুইয়ে। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। তখন ইনজুরির জন্য ছিলেন না সাকিব। আর এবার ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ থাকায় খেলতে পারবেন না। এক বছর আগে হওয়া সেই সিরিজের প্রথম টেস্টটি জিতেছিল জিম্বাবুইয়ে। এবারও সাকিবহীন টেস্ট ম্যাচটিতে জয়ের আশা করছেন জিম্বাবুইয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। অবশ্যই জেতার জন্য এসেছেন। তাই বলেছেন আরভিন। এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ ম্যাচের সিরিজ খেলতে শনিবার বাংলাদেশের মাটিতে পা রাখে জিম্বাবুইয়ে দল। রবিবার থেকেই অনুশীলন শুরু করেছে। নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস না থাকায় আরভিনের কাঁধেই নেতৃত্বের দায়িত্ব পড়েছে। আরভিন সিরিজ শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে সিরিজ নিয়ে আলোচনাও করেন। সাকিব না থাকাতে আরভিন জয়ের আশা দেখছেন। তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য ভাল যে সে (সাকিব) খেলছে না। অবশ্যই সে বাংলাদেশ দলের অপরিহার্য অংশ।’ ঢাকায় পা রাখার পর রবিবার ও আজ অনুশীলন শেষে ১৮ ফেব্রুয়ারি থেকে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুইয়ে। বিসিবি একাদশের বিরুদ্ধে সেই ম্যাচটি হবে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলতে নামবে জিম্বাবুইয়ে। টেস্ট ম্যাচটি শেষে ১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। ৩ মার্চ দ্বিতীয় ও ৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ৯ ও ১১ মার্চ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি২০ ম্যাচ হবে। ঢাকায় পা রাখার পরই অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেইলর বলেছিলেন, ‘আমরা পুরোপুরি তৈরি। আমরা এখানকার (বাংলাদেশের) কন্ডিশন জানি। দেশে আমরা দুটো ভাল টেস্ট খেলেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে। দুটোই পাঁচদিনে গেছে। গত বছর (২০১৮ সালে, টেস্টে) সিলেটে জিতেছিলাম। আমাদের সেরাটা দিয়ে লড়তে হবে। বাংলাদেশের বিরুদ্ধে তাদের মাঠে খেলা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। তবু আমরা সামনে তাকাচ্ছি। সাকিব না থাকায় ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় তাদের একটা ঘাটতি আছে।’ সাকিবের কথা টেইলরও বলেছেন। আবার আরভিনও বলেছেন। তার মানে সাকিব না থাকায় অনেক বেশি সুযোগ দেখছেন তারা। বাংলাদেশের বিরুদ্ধে সর্বশেষ টেস্ট সিরিজের একটিতে জিতেছিল। একটিতে হেরেছিল। সিরিজ ১-১ ড্র হয়েছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে সাকিবের সঙ্গে ছিলেন না তামিমও। বাংলাদেশ দল তাতে ভাঙ্গাচোরা হয়ে পড়ে। সেই সুযোগটি ভালভাবেই কাজে লাগায় জিম্বাবুইয়ে ক্রিকেটাররা। তবে দ্বিতীয় টেস্টেই হেরে যায়। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলার পর ২০১৯ সাল পর্যন্ত আর কোন টেস্টই খেলতে পারেননি জিম্বাবুইয়ে ক্রিকেটাররা। এ বছর যখন জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামেন, চমক জাগান। দুটি টেস্টই পাঁচদিনে গড়ায়। একটি টেস্ট আবার ড্র’ও করে তারা। বারবার তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের কথা উল্লেখ করেছেন আরভিন। অবশ্য দলের তিন নির্ভরযোগ্য ক্রিকেটার নেই। উইলিয়ামস নেই। যিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করেন। আবার দলের নেতৃত্বও দেন। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন উইলিয়ামস। আর নেই পেসার কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারাও। ইনজুরিতে ভুগছেন তারা। আরভিন তাদের অভাববোধও করেছেন, ‘উইলিয়ামস, জার্ভিস ও চাতারার অভাব বোধ করছি। তারা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অন্যদের সামনে সুযোগ তাদের অনুপস্থিতিতে নিজেদের মেলে ধরার।’ সঙ্গে যোগ করেন, ‘ফলাফলের বাইরে নিজেদের কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, তাতে আমাদের মনোযোগ দিতে হবে। নিশ্চিত করতে হবে যে টেস্টের প্রথম দিনেই যেন আমরা ব্যাকফুটে চলে না যাই। দলে কয়েক জন নতুন খেলোয়াড় আছে। তাদের যতটা সম্ভব স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা করছি।’
×