ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্চে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব

প্রকাশিত: ০৯:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২০

 মার্চে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব

স্পোর্টস রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলছে খেলার মেলা। এরই ধারাবাহিকতায় মার্চের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব। রবিবার বাফুফে ভবনে টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। প্রতিদ্বন্দ্বী ১০ দলকে লটারির মাধ্যমে দুইগ্রুপে ভাগ করে চূড়ান্তপর্বের খেলা হবে। চূড়ান্তপর্বের ১০ দল হচ্ছে- কুমিল্লা, নেত্রকোনা, কক্সবাজার, পাবনা, রংপুর, খুলনা, সাতক্ষীরা, সিলেট, বিকেএসপি ও বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে আঞ্চলিক পর্বের খেলা শুরু হয়েছিল গত ১৭ জানুয়ারি। ৯টি অঞ্চল থেকে ১০ দল চূড়ান্তপর্বের টিকেট পেয়েছে। এর মধ্যে দুটি দল উঠেছে সেরা অঞ্চল থেকে এবং বাকি ৮ অঞ্চল থেকে চ্যাম্পিয়নরা উঠে এসেছে।
×