ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএলে সানজামুলের ৭ উইকেট

শান্তর দ্বিশতকে জয়ের পথে মধ্যাঞ্চল

প্রকাশিত: ০৯:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০২০

  শান্তর দ্বিশতকে জয়ের পথে মধ্যাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ চালকের আসনে দল, সেই সুযোগটা ভালভাবেই কাজে লাগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আগেরদিন ১২২ রানে অপরাজিত ছিলেন ওয়ালটন মধ্যাঞ্চলের এ ওয়ানডাউন ব্যাটসম্যান। চলমান বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে ম্যাচের তৃতীয়দিন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ক্যারিয়ারসেরা ২৫৩ রানে। ফলে মধ্যাঞ্চল ৮ উইকেটে ৩৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে দক্ষিণাঞ্চলের জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৭। তৃতীয়দিন শেষে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে দক্ষিণাঞ্চল ৪ উইকেটে ১৫৯ রান তুলে এখনও পিছিয়ে ৩৪৮ রানে। মূল স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে হার ঠেকাতে লড়ছে বিসিবি উত্তরাঞ্চল। দ্বিতীয় ইনিংসে যদিও ৫ উইকেটে ১৪৫ রান তুলে মাত্র ৮৬ রানের লিড পেয়েছে তারা। কিন্তু তার আগে সানজামুল ইসলাম ৭ উইকেট নিলেও পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩১ রানে। মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ (কক্সবাজার একাডেমি) আগেরদিন ৪ উইকেটে ১১৪ রান তুলেই বিস্ময়করভাবে প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণাঞ্চল। পরে দ্বিতীয়দিন শেষে ৬ উইকেটে ২০৯ রান তুলে ৩৩০ রানের বিশাল লিড পেয়ে যায় মধ্যাঞ্চল। ১৮৯ বলে ১২২ রানে অপরাজিত ছিলেন শান্ত। তৃতীয়দিন তিনি একাই দলের লিডকে বিশাল করে তুলেছেন। এদিন আর মাত্র ১২১ বল খেলে আরও ১০ চার ও ৯ ছক্কা হাঁকিয়ে তিনি তুলে নিয়েছেন ১৩১ রান। জাবিদ হোসেনের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৯১ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন তিনি। এর আগে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২০১৭-১৮ মৌসুমে ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে ১৯৪ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন। এবার আর সেই সুযোগ দেননি বোলারদের। ১৯১ থেকে অফস্পিনার মেহেদী হাসানকে দুই ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন। দিনশেষে তিনি মাত্র ৩১০ বলে ২৫ চার, ৯ ছক্কায় ২৫৩ রানে অপরাজিত থাকেন। ৮ উইকেটে ৩৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল লিড পায় ৫০৬ রানের। জবাব দিতে নেমে তৃতীয়দিন শেষে ৪ উইকেটে ১৫৯ রান তুলে পরাজয়ের বড় শঙ্কায় পড়েছে দক্ষিণাঞ্চল। ১১৯ বলে ৫ চার, ৭ ছক্কায় ৮৩ রান করে সাজঘরে ফিরেছেন এনামুল হক বিজয়। শামসুর রহমান ৫৯ বলে ৭ চারে ৪৪ রানে অপরাজিত। এখনও জিততে ৩৪৮ রান প্রয়োজন তাদের আর পরাজয় এড়াতে আজ শেষদিন বাকি ৬ উইকেটের সবগুলো না হারিয়ে সারাদিন ব্যাট করতে হবে। স্কোর ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস- ২৩৫/১০; ৮২.২ ওভার (মার্শাল ১১৬, মুস্তাফিজ ৩০*; মেহেদী ৩/৭৮, শফিউল ২/২৪) ও দ্বিতীয় ইনিংস- ৩৮৫/৮ ডিক্লে; ১০৭ ওভার (শান্ত ২৫৩*, রকিবুল ৩৯, জাবিদ ৩৬; নাসুম ৪/৮৫)। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ১১৪/৪ ডিক্লেঃ; ২৮.২ ওভার (সোহান ৪৮*, শামসুর ২৫; ইরফান ২/৪২) ও দ্বিতীয় ইনিংস- (টার্গেট ৫০৭), ১৫৯/৪; ৫২ ওভার (বিজয় ৮৩, শামসুর ৪৪*; মিরাজ ২/৫৫)। উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ (কক্সবাজার) আগেরদিন ৭ উইকেটে ২৬১ রান তুলে উত্তরাঞ্চলের চেয়ে ১১ রানে পিছিয়ে ছিল পূর্বাঞ্চল। ১৩৪ রানে অপরাজিত ছিলেন ইয়াসির আলী রাব্বি। তার এবং নাঈম হাসানের দৃঢ়তায় ৫৯ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ৩৩১ রানে শেষ করে পূর্বাঞ্চল। ইয়াসির ৩১৮ বলে ১৭ চার, ২ ছক্কায় ১৬৫ রানে সাজঘরে ফেরেন। নাঈম ৩১ রান করেন। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম নেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয়দিন শেষে ৫ উইকেটে ১৪৫ রান তুলে বেশ বিপদেই আছে তারা। লিড মাত্র ৮৬ রানের, হাতে বাকি মাত্র শেষ ৫ উইকেট। হার ঠেকাতে হলে আজ শেষদিন লিড বড় করতে হলে ২৩ রানে অপরাজিত মুশফিকুর রহিমের ওপরই নির্ভর করতে হবে তাদের। স্কোর ॥ উত্তরাঞ্চল প্রথম ইনিংস- ২৭২/১০; ৮২.৪ ওভার (মুশফিক ১৪০, নাঈম ইসলাম ৩১; নাঈম ৮/১০৭, হাসান ২/৫০) ও দ্বিতীয় ইনিংস- ১৪৫/৫; ৬৭ ওভার (জুনায়েদ ৩৬, নাঈম ইসলাম ৩৫, মুশফিক ২৩*; নাঈম ২/৫৮)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ৩৩১/১০; ১১৬.৩ ওভার (ইয়াসির ১৬৫, ইমরুল ৭৬, নাঈম ৩১; সানজামুল ৭/১১৫, সঞ্জিত ৩/৭৫)। *তৃতীয়দিন শেষে
×