ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে জনকন্ঠ সাংবাদিক মুরাদের আগাম জামিন

প্রকাশিত: ০৭:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে জনকন্ঠ সাংবাদিক মুরাদের আগাম জামিন

নিজস্ব সংবাদাদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে জনকন্ঠ সাংবাদিক মহিউদ্দিন মুরাদ, পরিবারের ৭জনসহ ১২জনের বিরুদ্ধে হয়রানিমূলক দায়ের করা মামলা থেকে রবিবার আগাম জামিন দিয়েছে আদালত। লক্ষ্মীপুর সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাদের জনাকীর্ণ লোকের উপস্থিতিতে দীর্ঘ শুনানী এদিন দুপুরে শেষে সাংবাদিক মুরাদ, জেলা আইনজীবি সমিতির সদস্য এ্যাড. ইকরাম উদ্দিন পারভেজ, শহরের ব্যবসায়ী রায়হান, আমিনুর রহমান, অপর ভাতিজা সাবেক ছাত্রনেতা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও শিক্ষানবীশ আইনজীবি মাহফুজুর রহমান সোহেল, চাকুরীজীবি সাহেদ, শাকিলকে মামলা থেকে স্থায়ী জামিনের আদেশ দেন। জেলা সদর পৌরসভার বাঞ্চানগর ৬নং ওয়ার্ডে অবস্থিত স্থানীয় আওয়ামীলীগ নামধারী ভূমি দস্যু সন্ত্রাসী সেলিম রেজার স্ত্রী রুমা সুলতানা দায়ের করা সাজানো মামলা থেকে স্থায়ী আগাম জামিনের আদেশ দেন বিজ্ঞ বিচারক। একই সঙ্গে কারাগারে আটক ৫জন দিনমজুরকেও স্থায়ী জামিন দানের আদেশ দেন আদালত। সাংবাদিক মুরাদ ও তার পরিবারের পক্ষে আদালতে শুনানীতে অংশ নেন, জেলা বারের সভাপতি এ্যাড. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান, পিপি জশিম উদ্দিন, সিনিয়র আইনজীবি আব্দুর নূর, মোঃ হাসান, আবুল বাসার, মামুন কবির, মাহবুবুর রহমান রাসেলসহ জেলা বারের অধিকাংশ আইনজীবি। পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক মুরাদ এবং তার পরিবার সদস্যের বিরুদ্ধে মিথ্যা মেডিকেল কাগজ সংগ্রহ এবং বসতঘরের দরজা জানালা ভাংচুর এবং হুমকি ধামকির সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ তুলে গত ১৩ ফেব্রুয়ারী রাতে সদর থানায় মামলা দায়ের করেন। সম্পূর্ণ অবৈধভাবে মোট অংকের অর্থের বিনিময়ে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেন, সাংবাদিক পরিবারকে ফাঁসিয়ে তাদের পৈতৃক সম্পত্তি দখলের জন্য ।
×