ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারী মেডিক্যাল অধ্যক্ষদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশিত: ১০:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২০

 সরকারী মেডিক্যাল অধ্যক্ষদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) প্রধান কার্যালয়ে সরকারী মেডিক্যাল কলেজে ক্রয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অধ্যক্ষদের ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। দুটি ব্যাচ এতে অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আলী নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে তিনি অংশগ্রহণকারী অধ্যক্ষদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে, ক্রয়ের ক্ষেত্রে পিপিআর-২০০৮ কে অনুসরণ করতে বলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অভিপ্রায় অনুযায়ী সরকারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ কোর্স দুই থেকে ছয় ফেব্রুয়ারি ও ৯-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৭ জন সরকারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি কোর্স দুটির উদ্বোধন করেন। নিপোর্টের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিপোর্ট পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব মোঃ মতিয়ার রহমান। সার্বিকভাবে কোর্সটির উদ্দেশ্য ছিল সরকারী মেডিক্যালের অধ্যক্ষদের আর্থিক ব্যবস্থাপনা ও প্রকিউরমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিতকরণ, আর্থিক ব্যবস্থাপনা ও ক্রয় সংক্রান্ত বিভিন্ন নিয়ম-কানুন ও বিধি বিধান এবং এসব ক্ষেত্রে কিভাবে স্বচ্ছতা বজায় রাখা যায় সে সম্পর্কে ধারণা দেয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত অধ্যক্ষরা জানান, কোর্সটি খুবই সময়োপযোগী ছিল এবং ফলপ্রসূ হয়েছে। প্রশিক্ষণটি চাকরি জীবনের শুরুতে বা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে প্রয়োজন ছিল। অধ্যক্ষদের পাশাপাশি ভাইস প্রিন্সিপ্যাল এবং কলেজের আর্থিক ও ক্রয়ের সঙ্গে জড়িতদেরও এ আর্থিক ব্যবস্থাপনা ও প্রকিউরমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। দেরিতে হলেও প্রশিক্ষণটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের অনুরোধও জানান। -বিজ্ঞপ্তি
×