ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকারী শেয়ার বৈচিত্র্যময় পণ্য ॥ সিএসইর এমডি

প্রকাশিত: ০৯:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২০

 সরকারী শেয়ার বৈচিত্র্যময় পণ্য ॥ সিএসইর এমডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী শেয়ার হলো শেয়ারবাজারের জন্য এমন একটি বৈচিত্রময় পণ্য। যা শেয়ারবাজার এবং মুদ্রা বাজার উভয় বাজারকেই আরও গতিশীল করতে পারে বলে জানান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদ। সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে তাদের কর্মকর্তাবৃন্দের দক্ষতা বৃদ্ধিতে ট্রেনিং অন গবর্নমেন্ট সিকিরিউটিজ ইন দ্য সেকেন্ডারি প্লাটফরম অফ দ্য এক্সচেঞ্জ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত সেমিনারে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, সরকারী শেয়ার হলো শেয়ারবাজারের জন্য এমন একটি বৈচিত্রময় পণ্য যা ক্যাপিটাল এবং ফিন্যান্সিয়াল উভয় মার্কেটকে আরও গতিশীল করতে পারে। আশা করা যাচ্ছে এই সরকারী শেয়ার তালিকাভুক্ত হলে তা তারল্য বৃদ্ধিতে সহায়ক হবে। প্রশিক্ষণ পরিচালনা করেন ডেপুটি ডিরেক্টর, সুপারভিসন এ্যান্ড রেগুলেশন অব মার্কেটস এ্যান্ড ইস্যুয়ার কোম্পানি (এসআরআইএম) মোহাম্মদ নজরুল ইসলাম।
×