ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউরোপে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

প্রকাশিত: ০৭:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ইউরোপে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ ইউরোপে করোনাভাইরাসে প্রথম ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ফ্রান্সে চীন থেকে আসা ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন জানিয়েছেন, ৮০ বছরের ওই বৃদ্ধ চীনের হুবেই প্রদেশ থেকে এসেছিলেন। ১৬ জানুয়ারি তিনি ফ্রান্সে এসেছিলেন। ২৫ জানুয়ারি থেকে তাকে প্যারিসের একটি হাসপাতালে পৃথক রাখা হয়েছিল। বিচাত হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ছিলেন তিনি। করোনাভাইরাসে ফুসফুস আক্রান্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে তার মেয়েও রয়েছে। তবে তিনি এখন সুস্থ। এর আগে চীনের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে করোনাভাইরাসে তিন জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল। জানুয়ারির শেষ দিকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সে প্রথস করোনা আক্রান্ত রোগীর কথা নিশ্চিত করা হয়। এ পর্যন্ত দেশটিতে ১১ জন করোনাভাইরাস বা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ছয় জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
×