ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ইংরেজী যুক্তরাষ্ট্রের জাতীয় ভাষা থাকা উচিত নয়’

প্রকাশিত: ০৭:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০

  ‘ইংরেজী যুক্তরাষ্ট্রের  জাতীয় ভাষা  থাকা উচিত নয়’

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী এ্যামি ক্লবুচার বলেছেন, তিনি আর বিশ্বাস করেন না ইংরেজী যুক্তরাষ্ট্রের জাতীয় ভাষা হওয়া উচিত। তিনি এক দশকেরও বেশি আগে ভোট গ্রহণ থেকে বিরত হয়েছিলেন। কারণ তিনি এমন একটি রাজ্যে সমর্থন গড়ে তোলার চেষ্টা করছেন যেখানে হিস্পানিকরা একটি সমালোচনামূলক নির্বাচনী অঞ্চল তৈরি করে। শুক্রবার লাস ভেগাসে প্রচার চালানোর সময় তিন মেয়াদী মিনেসোটা সিনেটর বলেন, ২০০৭ সালে ইংরেজী-ভাষা সংশোধনীর পক্ষে ভোট দেয়ার পর থেকে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন এবং এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি অভিবাসীদের খিল হিসেবে ব্যবহারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দোষারোপ করেছেন।-এপি
×