ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোম্বে হাইকোর্টের রায়

সিএএ নিয়ে বিরোধিতা করলেই দেশদ্রোহী নয়

প্রকাশিত: ০৭:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০

 সিএএ নিয়ে বিরোধিতা  করলেই দেশদ্রোহী নয়

ভারতের বোম্বে হাইকোর্টের আওরঙ্গবাদ বেঞ্চ বৃহস্পতিবার এক রায়ে জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলে তাকে বিশ্বাসঘাতক অথবা দেশদ্রোহী বলা যাবে না। কারণ যে কেউ যে কোন আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারে। রায়ে আরও বলা হয়েছে, নাগরিকত্ব আইন নিয়ে কেউ প্রশ্ন তুলতেই পারেন, প্রশ্ন তুললেই তা দেশদ্রোহিতা হয়ে যায় না। শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীদের স্বার্থরক্ষা করাও আদালতের দায়িত্বের মধ্যেই পড়ে। সংশোধিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশী হস্তক্ষেপ খারিজ হয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করা হয়। সে মামালার প্রেক্ষিতেই এমন মতামত জানায় বোম্বে হাইকোর্ট। ভারতের কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভ চলছে। বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দল ছাড়া একাধিক সংগঠনও সিএএ ইস্যুতে পথে নেমে বিরোধিতায় শামিল হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে পথে নেমেছে দেশের ছাত্র সমাজের একটি বড় অংশ। নাগরিকত্ব সংশোধনী আইনের অবস্থান বিক্ষোভে পুলিশী হস্তক্ষেপ খারিজ হয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে আদালত আরও জানায়, আমাদের ভুললে চলবে না যে অহিংস আন্দোলনের মাধ্যমেই দেশ স্বাধীনতা অর্জন করে। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখনও এই দেশের মানুষকে তাদের নিজেদের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ করতে হচ্ছে। সিএএ বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে বৃহস্পতিবার বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও জানায়, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কেউ কোন প্রশ্ন তুলতে পারবে না, এমন তো হতে পারে না। যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন, তাদের স্বার্থরক্ষারও আদালতের দায়িত্বের মধ্যে পড়ে। সিএএ’র প্রতিবাদে ক্রমেই কেন্দ্রবিরোধী সুর চড়া হচ্ছে। একের পর এক রাজ্যে সিএএ বিরোধী প্রস্তাব পাস হচ্ছে। কেরল, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গের পাশাপাশি মধ্যপ্রদেশ বিধানসভাতেও পাস হয়েছে নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাব। একইসঙ্গে একাধিক রাজ্য সিএএর বিরুদ্ধে আওয়াজ তুলেছে। রাজ্যে-রাজ্যে বিধানসভাগুলোতে সিএএবিরোধী প্রস্তাব পাস করিয়ে আদতে কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিরোধী শিবির। -পিটিআই
×