ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়েমেন অভিমুখী কথিত ইরানি অস্ত্র সম্পর্কে যা বলল তেহরান

প্রকাশিত: ২৩:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ইয়েমেন অভিমুখী কথিত ইরানি অস্ত্র সম্পর্কে যা বলল তেহরান

অনলাইন ডেস্ক ॥ সাগর থেকে ইয়েমেনগামী ইরানি সমরাস্ত্র উদ্ধার করার যে অভিযোগ আমেরিকা করেছে তাকে ডাহা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, “আমেরিকা ইরান বিরোধী মিথ্যাচারের মেশিন চালু রেখেছে।” তিনি শুক্রবার রাতে নিউ ইয়র্কে আরো বলেন, আমেরিকা এর আগে সৌদি তেল স্থাপনায় ইয়েমেনের হুথিদের হামলা সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন বিকৃত করে তুলে ধরেছিল। ইরান ওই হামলায় জড়িত বলে ওয়াশিংটন দাবি করলেও আসলে ওই প্রতিবেদনে ইরানকে দায়ী করে কোনো কথাই বলা হয়নি। ইয়েমেন পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন বুধবার প্রকাশিত হয়।ওই প্রতিবেদনে ইয়েমেনে অস্ত্র প্রেরণ ও সৌদি তেল স্থাপনায় হামলাসহ ইয়েমেনের অন্যান্য প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। কিন্তু প্রতিবেদনের কোথাও ইরানের নাম উল্লেখ করা হয়নি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও আমেরিকা বিগত মাসগুলোতে ইয়েমেনে সমরাস্ত্র পাঠানোর জন্য ইরানক দায়ী করার ব্যাপক চেষ্টা চালিয়েছে। প্রকৃতপক্ষে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পরাজয়কে আড়াল করতেই এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে এসব দেশ। অথচ ইয়েমেন বহুবার সুস্পষ্টভাবে ঘোষণা করেছে, তাদের প্রতিরক্ষা শক্তি সম্পূর্ণ নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং সৌদি আরবের কঠোর অবরোধের মুখে দেশটিতে কারো পক্ষে অস্ত্র পাঠানো সম্ভব নয়।#
×