ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর রেকর্ডে এগিয়ে জুভেন্টাস

প্রকাশিত: ০৯:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

  রোনাল্ডোর রেকর্ডে এগিয়ে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও জুভেন্টাসের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ সময়ে পেনাল্টি থেকে করা তাঁর গোলেই ইতালিয়ান কাপের ফাইনালে খেলার দৌড়ে এগিয়ে গেছে তুরিনের ওল্ড লেডিরা। বৃহস্পতিবার রাতে সানসিরোতে সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিক এসি মিলানের মুখোমুখি হয়েছিল সফরকারী জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে আন্টে রেবিচের গোলে জয়ের পথেই ছিল মিলান। কিন্তু ম্যাচের ইনজুরি সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসকে রক্ষা করেন সি আর সেভেন। ১-১ গোলের এই ড্রয়ের কারণে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামবে জুভরা। কেননা ফিরতি ম্যাচটি জুভেন্টাস খেলবে নিজেদের মাঠে। ওই ম্যাচে গোলশূন্য ড্র করলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে ফাইনালে উঠে যাবে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে হলেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জুভেন্টাস। কিন্তু প্রথমার্ধে গোল আদায় করতে পারেননি দিবালা-রোনাল্ডোরা। উল্টো বিরতির পর গোল হজম করে জুভরা। ম্যাচের ৬১ মিনিটে আন্টে রেবিচের গোলে এসি মিলান এগিয়ে যায়। ৭১ মিনিটে ডিফেন্ডার থিও হার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় মিলান। এতেই তাদের ওপর চেপে বসে জুভেন্টাস। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে পেনাল্টি থেকে লক্ষ্যভেত করে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। নিজেদের সীমানায় ডেভিড কালাবরিয়ার হ্যান্ডবল ধরা ভিএআর প্রযুক্তির চোখে। আর তাতেই পেনাল্টি পেয়ে যায় সফরকারী দল। এর মধ্য দিয়ে গোলের ধারা অব্যাহত রেখেছেন সি আর সেভেন। এ নিয়ে সর্বশেষ আট ম্যাচ থেকে ৩৫ বছর বয়সী রোনাল্ডো সব প্রতিযোগিতার ১২টি গোল করেছেন। আর চলতি মৌসুমে রোনাল্ডোর গোল হয়েছে মোট ২৪টি। মজার বিষয় হচ্ছে, নতুন বছর ২০২০ সালে নিজের খেলা সব ম্যাচেই গোল করার অনন্য রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ম্যাচ শেষে তৃপ্ত পর্তুগীজ তারকা বলেন, এটা দারুণ ব্যাপার। দলের জন্য আমি কিছু করতে পারছি। তবে আমাদের কাজ শেষ হয়ে যায়নি। লক্ষ্যপূরণে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। ৯০ মিনিট শেষে ছয় মিনিট যোগ করা সময়ের খেলা হয়। তাতেই সমতা ফেরায় জুভেন্টাস। শুধু তাই নয় প্রতিপক্ষের একজনের সুবিধা নিয়ে জয়ের স্বপ্নও দেখতে থাকে তারা। শেষ পর্যন্ত জয় না পেলেও দারুণ ড্র নিয়ে ফিরেচে জুভেন্টাস। ম্যাচটির আগে রোনাল্ডোর সাতে জ¬াতান ইব্রাহিমোভিচের লড়াই নিয়ে অনেক কথা হয়। কিন্তু ম্যাচে দু’জনের কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। রোনাল্ডো পেনাল্টি থেকে শেষমেশ গোল পেলেও ইব্রা ছিলেন ফ্লপ। উল্টো ম্যাচে হলুদ কার্ড দেখেন সুইডিশ তারকা। এর আগে বুধবার নেপোলি ১-০ গোলে ইন্টার মিলানকে হারিয়ে ফাইনালের সুবাস নিতে শুরু করেছে। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ফ্যাবিয়ান রুইজ। সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৫ মার্চ। আগামী ১৩ মে রোমের স্টাডিও অলিম্পিয়াকোয় অনুষ্ঠিত হবে ফাইনাল মহারণ।
×