ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালের পথে এক পা সোসিয়েদাদের

প্রকাশিত: ০৯:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

  ফাইনালের পথে  এক পা সোসিয়েদাদের

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে দ্বিতীয় বিভাগের ক্লাব মিরান্দেসকে হারিয়ে ফাইনালের আরও কাছে পৌঁছে গেল রিয়াল সোসিয়েদাদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয়লাভ করেছে সোসিয়েদাদ। এই জয়ে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সম্ভাব্য ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল তারা। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নেয়া সোসিয়েদাদ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শেষ চারে জায়গা করে নেয়া দ্বিতীয় বিভাগের দলটি নিজেদের মাঠের সুবিধাকে এ সময় কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের নবম মিনিটে ওদেই ওনাইনডিয়ার ফাউলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে লিড এনে দেন অধিনায়ক মিকেল ওয়ারজাবাল (১-০)। তবে ম্যাচের ৪০ মিনিটে গোলটি পরিশোধ করে স্বাগতিকদের সমতায় ফিরিয়ে আনেন ম্যাথেয়াস আইয়াস (১-১)। তবে দুই মিনিট পরই ফের গোল করে ফের দলকে এগিয়ে দেন করেন নরওয়েজিয়ান তারকা মার্টিন ওডেগার্ড (২-১)। একদিন আগে টুর্নামেন্টের আরেক সেমিফাইনালের প্রথম লেগে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়েছে এ্যাথলেটিক বিলবাও। বিজয়ী দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন অধিনায়ক ইকার মুনিয়া। এদিকে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় এবার বার্সিলোনা। অথচ গত মৌসুমে স্পেনের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে তারা। তাদের খরচের পরিমাণ ছিল ৬৫৬.৪ মিলিয়ন ইউরো। যদিও সেটা তার আগের বছরের চেয়ে ১৫ মিলিয়ন কম। তারপরও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে খরচের দিক দিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে কাতালান ক্লাবটি। রিয়াল মাদ্রিদ গেল বছর খরচ করেছে ৬৪১ মিলিয়ন ইউরো। এই খরচের খাতা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে লস ব্ল্যাঙ্কোসরা। আর রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ খরচ করেছে ৩৪৮.৫ মিলিয়ন ইউরো। রিয়ালের চেয়ে তাদের খরচের পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন কম। আর বার্সিলোনার চেয়ে ৩০৮ মিলিয়ন ইউরো কম। গেল বছরও বার্সিলোনার খরচ ছিল লা লিগার ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ। এবারও যথারীতি তারা খরচের দিক দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। বার্সিলোনার ৬৫৬.৪ মিলিয়ন ইউরো খরচের মধ্যে রয়েছে কোচ, খেলোয়াড় ও ফিজিওদের বেতন। পাশাপাশি সহযোগী ক্লাব ও একাডেমির পেছনে বিনিয়োগ। অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক নিরাপত্তা, বীমা খরচ, চুক্তি ফি (এজেন্টের লভ্যাংশসহ) খেলোয়াড় কেনার খরচও রয়েছে। সম্প্রতি বার্সিলোনা ক্রীড়া পরিচালক এরিক আবিদালের এক সাক্ষাতকার তোলপাড় করে দিয়েছে ক্লাবের অন্দর মহলের আবহ। মাঠে দলের খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন ফরাসি এই ফুটবল সংগঠক। অভিযোগে নির্দিষ্ট করে কোন ফুটবলারের নাম প্রকাশ করেননি আবিদাল। তাতেই চটেছে বার্সিলোনার প্রায়সব ফুটবলার। মাঠের খেলার মতো আবিদালকেও জবাব দেওয়ার বিষয়ে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকে ন্যু ক্যাম্পে বার্সা অধিনায়কের ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে নতুন জল্পনা। মৌসুম শেষে মেসি ক্লাব ছাড়তে পারেন বলে আশঙ্কা হচ্ছে। তবে বার্সার অভ্যন্তরীণ কোন্দল এবং মেসির ভবিষ্যত নিয়ে ভাবছেন না আর্জেন্টিনা প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে শিষ্য বার্সাতে সুখেই আছেন। প্রচারমাধ্যমকে স্কালোনি বলেছেন, ‘ও (মেসি) ভাল আছে। গোল না করলেও অন্যদিনের মতো রিয়াল বেটিসের বিরুদ্ধে মাঠের সেরা পারফর্মার মেসি। ও প্রতিটি গোলেই অবদান রেখেছে।’ বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ হবে আগামী মৌসুমে। কিন্তু চুক্তির নবায়ন চাচ্ছে কাতালানরা। যদিও এনিয়ে অনেক দিন ধরে টালবাহানা করছেন মেসি। এ প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘ও ভাল আছে। সুখে আছে। ওর ভবিষ্যত ও নিজেই নির্ধারণ করবে। আমি এটা নিয়ে ভাবছি না। জাতীয় দল এবং বার্সেলোনা দুই জায়গাতেই ও সুখে আছে।’
×