ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার লীগে করোনা ভাইরাসের প্রভাব!

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০

 প্রিমিয়ার লীগে করোনা ভাইরাসের প্রভাব!

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা ভাইরাস আতঙ্কে দিন পার করছেন বিশ্বের শত কোটি মানুষ। করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে চীনে অসংখ্য প্রাণ ঝরেছে। স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। করোনার প্রভাব চীন ছাড়িয়ে বিশ্বের অন্য দেশেও প্রভাব ফেলেছে। আতঙ্কে দিন পার করছে মানুষ। বাংলাদেশে কেউ আক্রান্ত না হলেও দেশের ফুটবলে করোনা ভাইরাস ভালই প্রভাব ফেলেছে। করোনা ভাইরাসের কারণে নাকি দেশের ফুটবল স্পন্সর পাচ্ছে না- এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তাই স্পন্সর ছাড়াই বৃহস্পতিবার থেকে মাঠে গড়িয়েছে দেশের সবচেয়ে বড় ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। জমকালো আয়োজনে বেশ ঘটা করে এক সময় প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক যাত্রা হতো। যেখানে গণমাধ্যমের থাকত ব্যাপক উপস্থিতি। লীগে অংশ নেয়া ক্লাবগুলোর কর্মকর্তা, কোচ-অধিনায়কদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন হতো। অংশ নেয়া ক্লাবগুলো আসন্ন লীগে নিজেদের লক্ষ্য-উদ্দেশ্যের কথা জানাত। দুই বছর আগেও এমনটা ছিল; লীগের সর্বশেষ স্পন্সর সাইফ পাওয়ারটেক পর্যন্ত এই ধারা বজায় ছিল। এর আগে সিটিসেল, গ্রামীণফোন, নিটল-টাটা, মান্যবর, জজ ভুঁইয়া (জেবি) প্রিমিয়ার লীগের স্পন্সর থাকাকালীনও স্পন্সর প্রতিষ্ঠানের নামে লীগের নামকরণ ছিল। কিন্তু গত বছর ২০১৮-১৯ মৌসুম থেকে এই ধারায় ব্যত্যয় ঘটে। লীগের মাঝপথে গিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে বাফুফে। এবারও স্পন্সর ছাড়াই মাঠে গড়াল আসর। সাইফ পাওয়ারটেকের সঙ্গে স্পন্সরশিপের সম্পর্ক চুকে যাওয়ার পর নতুন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয় বাফুফে। নতুন প্রতিষ্ঠানটির নাম আইএসপি (ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনার্স) মার্কেটিং এজেন্ট। পাঁচ বছরের জন্য এই প্রতিষ্ঠান বাফুফের অধীনে যত ঘরোয়া আসর-লীগ আছে সেগুলোর স্পন্সর করবে এইমর্মে দুপক্ষের চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে খুব বেশি অবগত নয় গণমাধ্যম। কত টাকায় বাফুফের সঙ্গে আইএসপির চুক্তি হয়েছে বিষয়টি সবসময়ই গোপন রেখেছে বাফুফে। সাধারণ সম্পাদক সোহাগকে এ বিষয়ে প্রশ্ন করলেই উত্তর মিলেছে বেশ ভাল এমাউন্টেই চুক্তি হয়েছে। চুক্তি কত টাকা কিংবা প্রকাশ করা না করার এখতিয়ার বাফুফের। তবে স্পন্সর ছাড়া লীগের মতো বড় আসরের পর্দা ওঠা দুঃখজনক। কেন এবার স্পন্সর ছাড়াই লীগ মাঠে গড়ালÑ এমন প্রশ্নে সোহাগ জানান, প্রিমিয়ার লীগের সঙ্গে স্পন্সরশিপ রাইট রয়েছে আইএসপির (ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনার্স)। আইএসপি আমরা সবাই জানি এটি একটি চায়নাবেজড কোম্পানি। তাদের মূল অফিসটা চায়নাতে; তারা আমাদের কাছে কিছু সময় নিচ্ছে। করোনা ভাইরাসের কারণে চায়নার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আমদানি রফতানিসহ সকল ধরনের কাজগুলো স্লথ রয়েছে। আইএসপির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে; তারা আমাদের সময়মতো লীগ শুরু করতে বলেছে। তারা সবধরনের কাজ শেষ করে রেখেছে। টাইটেল স্পন্সর যারা রয়েছে লীগের দুই থেকে তিন সপ্তাহ পর ঘোষণা করা হবে। গতবারও তাই হয়েছে।
×