ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ে ক্রিকেট দল আসছে আজ

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০

জিম্বাবুইয়ে ক্রিকেট দল আসছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ে ক্রিকেট দল আজ বাংলাদেশের মাটিতে পা রাখবে। আজ বিকেল পাঁচটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে তারা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলতে আসছে জিম্বাবুইয়ে। ঢাকায় পা রাখার পর দুদিন অনুশীলন শেষে ১৮ ফেব্রুয়ারি থেকে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুইয়ে। বিসিবি একাদশের বিরুদ্ধে সেই ম্যাচটি হবে। বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচটি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলতে নামবে জিম্বাবুইয়ে। ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হবে। টেস্ট ম্যাচটি যদি পাঁচ দিনে গড়ায় তাহলে ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনদিন হাতে পাবে জিম্বাবুইয়ে দল। এর আগে শেষ হলে আরও বেশিদিন পাবে। ১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। ৩ মার্চ দ্বিতীয় ও ৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। শুরুতে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো হওয়ার কথা ছিল। কিন্তু চট্টগ্রামে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ দেয়া হয়। সেই তুলনায় সিলেট উপেক্ষিতই থাকে। আর তাই সিলেটে ওয়ানডে ম্যাচগুলো দেয়া হয়। ওয়ানডে ম্যাচগুলো দিবারাত্রিতে শুরু হবে। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে দুপুর ১টায় এবং তৃতীয় ও শেষ ওয়ানডে দুপুর ২টায় শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে ৯ মার্চ প্রথম টি২০ ম্যাচ দিয়ে দুই ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। ৯ মার্চ প্রথম টি২০ ম্যাচের পর ১১ মার্চ দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে। বাংলাদেশের মাটিতে সিরিজ খেলে ১২ মার্চ জিম্বাবুইয়ের উদ্দেশে রওনা হবেন জিম্বাবুইয়ে ক্রিকেটাররা। প্রথমে যেহেতু টেস্ট হবে। দীর্ঘপরিসরের ম্যাচের দলে থাকা ক্রিকেটাররাই আজ বাংলাদেশে আসবেন। জিম্বাবুইয়ে দলের অধিনায়ক হিসেবে থাকছেন ক্রেইগ আরভিন। আসছেন সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, টিমিসেন মারমা, প্রিন্স মাসাভরে, ক্রিস্টফার এমপফু, ব্রায়ান মুদজিগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতুম্বাই, আইনসলে আনডলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিশুমা। এ টেস্টের জন্য যখন দল ঘোষণা করা হয়েছিল তখন শন উইলিয়ামসনকেই অধিনায়ক করা হয়েছিল। কিন্তু স্ত্রী সন্তান সম্ভবা। স্ত্রীর পাশে থাকতে হবে। তাই ছুটি নিয়েছেন উইলিয়ামসন। এজন্য আরভিনকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। টেস্ট দলে ইনজুরির কারণে জায়গা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটার কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারার। বাংলাদেশ সফরে জিম্বাবুইয়ে দলের আশার কথা ছিল ফেব্রুয়ারির শেষদিকে। মার্চজুড়ে সিরিজ খেলার কথা ছিল। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টি২০ ম্যাচ হবে। বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যে সেই ম্যাচ দুটি হবে। ২১ ও ২২ মার্চের ম্যাচ দুটি হতে পারে। আর তাই এর আগেই জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী কাজও হয়। জিম্বাবুইয়ে দল আজ আসছেও।
×