ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানকে দুঃসংবাদ দিল দঃ আফ্রিকা

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০

 পাকিস্তানকে দুঃসংবাদ দিল দঃ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার সঙ্গে সফল সিরিজ আয়োজন করে পাকিস্তান এখন বাংলাদেশের বিপক্ষে খেলছে। সবকিছু দারুণভাবে এগোচ্ছে। টাইগাররা ইতোমধ্যে টি২০ এবং একটি টেস্ট খেলে এসেছে। বাকি আছে এক ওয়ানডে ও শেষ টেস্ট। ঘরের মাঠে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডর (পিসিবি) স্বপ্নের পরিধি তাতে অনেক বেড়ে গেছে। পিসিবি জানিয়েছিল, শীঘ্রই পাকিস্তানে আসছে দক্ষিণ আফ্রিকা। তবে ব্যস্ত সূচীর কথা বলে আপাতত পাকিস্তান সফর সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। বর্তমানে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে প্রোটিয়ারা। এরপর টি২০ ও ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া। ৭ মার্চ সে সিরিজ শেষ হওয়ার পর ভারত সফরে যাবে ডি কক বাহিনী। ভারত ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ শেষ হবে ১৮ মার্চ। ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এ টুর্নামেন্টেও অংশ নেবে বেশ কিছু প্রোটিয়া ক্রিকেটার। তবে বিপত্তিটা বেধেছে অন্য জায়গায় মার্চে চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এ টুর্নামেন্ট শেষ হবে ২২ মার্চ। অন্যদিকে প্রোটিয়াদের ভারত সফর শেষ হবে ১৮ মার্চ। পিএসএল শেষ হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে দুবাইয়ে রাখতে চেয়েছিল পাকিস্তান। এরপর পিএসএল শেষে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজ আয়োজন করতে চেয়েছিল তারা। ক্লান্তিকর সূচীর কারণে এ প্রস্তাবে আপাতত রাজি হয়নি দক্ষিণ আফ্রিকা।
×