ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন ভূমিকায় নাওমি ওসাকা

প্রকাশিত: ০৯:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২০

নতুন ভূমিকায় নাওমি ওসাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব টেনিসের প্রতিভাবান খেলোয়াড় নাওমি ওসাকা। বয়স মাত্র ২২। এই সময়ের মধ্যেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন জাপানী তারকা। ২০১৮ সালে ইউএস ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। গত মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হয়ে নতুন নজির গড়েন নাওমি ওসাকা। ব্যাক টু ব্যাক গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জিতে নিজেকে নিয়ে যান অন্য এক উচ্চতায়। সেইসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন তিনি। তবে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ওসাকা। নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পর ফেড কাপেও বাজে পারফর্মেন্স উপহার দেন তিনি। তথাপি হতাশ নন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। বরং ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতেই যেন নতুন ভূমিকায় দেখা গেল নাওমি ওসাকাকে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ নক্সাকারের ভূমিকায় আবির্ভুত হলেন জাপানী তারকা। সেইসঙ্গে নিজের শৈশবের একটা স্বপ্নও পূরণ হয়েছে বলে জানিয়েছেন নাওমি ওসাকা। টেনিসে ‘বিগ থ্রি’র গল্প অনেকেরই জানা। ঠিক তেমনি ফ্যাশনেও রয়েছে ‘বিগ ফোর’। সেগুলো হলো প্যারিস, লন্ডন, মিলান এবং নিউইয়র্ক ফ্যাশন উইক। গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল নিউইয়র্ক ফ্যাশন উইক। শেষ হয়েছে ফেব্রুয়ারির ১২ তারিখ। বিশ্বের স্বনামধন্য এই ফ্যাশন উইকে নিজের ডিজাইন করা পোশাক প্রদর্শন করার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত নাওমি ওসাকা। জাপানী তারকার পোশাক পরিধান করে রানওয়েতে হেঁটেছেন তারই বড় বোন। তবে টেনিসের অন্যতম সেরা তারকা কখন ডিজাইন করেন? এমন প্রশ্ন জাগতে পারে অনেকের মনে। এ বিষয়ে নাওমি ওসাকা বলেন, ‘কোন টেনিস টুর্নামেন্টের জন্য যখন লম্বা ড্রাইভিংয়ে যাই তখন গাড়ির পেছনে বসে স্কেচ করি। বড় বোনের সঙ্গে তাতে সময়টাও দারুণভাবে কেটে যায়। সেইসব নক্সার পোশাকগুলো পরিধান করেই এবার বড় বোন নিউইয়র্ক ফ্যাশন উইকের রানওয়েতে হেঁটেছে...। সবাইকেই ধন্যবাদ।’ বর্তমান চ্যাম্পিয়নের তকমাটা গায়ে মেখেই নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের কোর্টে নেমেছিলেন নাওমি ওসাকা। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এবার ১৫ বছরের তরুণ প্রতিভাবান খেলোয়াড় কোকো গফের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যান তিনি। এরপর ফেড কাপেও তার ব্যর্থতার গল্প। টানা দুই টুর্নামেন্টে এমন ব্যর্থতায় চরম হতাশ তার ভক্ত-অনুরাগীরা। ওসাকা কী পারবেন আবার স্বরূপে ফিরতে? এমন প্রশ্নও এখন উঁকি দিচ্ছে টেনিস বিশ্লেষকদের মনে। কেননা এর আগে অনেকে তারকা খেলোয়াড়ই শুরুতে জ্বলে উঠলেও পরবর্তীতে আর কোর্টে স্বরূপে ফিরতে পারেননি। তাদের মধ্যে জেলেনা ওস্টাপেঙ্কো, ইউজেনি বাউচার্ডের নাম বেশ আলোচিত। এদিকে আগামী সপ্তাহেই পর্দা উঠবে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের। এই টুর্নামেন্টেও খেলতে পারছেন না বিয়াঙ্কা আন্দ্রেস্কু। মূলত চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণেই দুবাইয়ের এই বিশেষ আসরে খেলতে পারছেন না ইউএস ওপেনের চ্যাম্পিয়ন। গত বছর হঠাৎ করেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন কানাডিয়ান তারকা। দুর্দান্ত খেলেই ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হন তিনি। শিরোপার লড়াইয়ে সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। তবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন গারবিন মুগুরজা। ওয়াইল্ড কার্ড নিয়ে দুবাইয়ে খেলবেন সদ্য সমাপ্ত মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলা গারবিন মুগুরজা। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের মাধ্যমে কোর্টে ফিরবেন কিম ক্লাইস্টার্সও। দীর্ঘ সাত বছর পর এই আসরের মাধ্যমে সমর্থকদের সামনে হাজির হবেন বেলজিয়ান তারকা।
×