ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের টুইট নিয়ে বিরক্তি মার্কিন অ্যাটর্নি জেনারেলের

প্রকাশিত: ০৩:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ট্রাম্পের টুইট নিয়ে বিরক্তি মার্কিন অ্যাটর্নি জেনারেলের

অনলাইন ডেস্ক ॥ বিচার বিভাগ ও বিভিন্ন মামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক টুইটে বিরক্তি প্রকাশ করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। প্রেসিডেন্টের টুইটের কারণে ‘কাজ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে’ বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের সাবেক উপদেষ্টা রজার স্টোনের মামলায় বিচার বিভাগের ভূমিকা নিয়ে ব্যাপকতর তদন্তের মধ্যে বারের এ বিরল মন্তব্য এলো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প বিরোধীরাও দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্টের চাপে অ্যাটর্নি জেনারেল মাথা নত করে আসছেন বলে অভিযোগ করে আসছিলেন। “আমার মনে হয়, এখন সময় হয়েছে বিচার বিভাগের মামলাগুলো নিয়ে টুইট বন্ধ করার। (ট্রাম্পের) ধারাবাহিক ধারাবিবরণী আমাকে খাটো করছে, বিভাগের কাজগুলো করতে পারছি না আমি,” বলেছেন বার। সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেলেও অ্যাটর্নি জেনারেলের কথায় সমর্থন দিয়েছেন। “যদি অ্যাটর্নি জেনারেল বলে থাকেন যে তার কাজে সমস্যা হচ্ছে, তাহলে প্রেসিডেন্টের উচিত তার পরামর্শ মেনে চলা,” ফক্স নিউজকে এমনটাই বলেছেন প্রভাবশালী এ রিপাবলিকান নেতা।
×