ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে ৫ শ্রমিক নিহত

প্রকাশিত: ২৩:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে ৫ শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে ৫ নির্মাণ শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাফিক মোল্লার ছেলে বদির মোল্লা (৩০), বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৪৩), বেলায়েত মুন্সীর ছেলে সুমন মুন্সী (২৮), হাফিজুর মোল্লার সুজন মোল্লা (৩০) ও আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০)। এদের বাড়ি কাশিয়ানী উপজেলার চিতা গ্রামে। পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুকিম মুন্সি জানিয়েছেন, নিহত ও আহত নির্মাণ শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা বিল্ডিংয়ে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। কাশিয়ানী থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছিলে লিংক রোড থেকে মহাসড়কে ওঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মিজান ফকির নিহত হন এবং ১১ শ্রমিক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার বদির মোল্লা ও সুমন মুন্সীকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে গুরুতর আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে সুজন মোল্লার মৃত্যু ঘটে এবং দু’জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে সিরাজুল ইসলামের মৃত্যু ঘটে। এছাড়াও গোপালগঞ্জে ভর্তিকৃত রবি মোল্লাকে (৪৫) আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যালে রেফার্ড করা হয়।
×