ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ৫ জনকে পুলিশ হেফাজতে

প্রকাশিত: ১২:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাস নিয়ে  গুজব ছড়ানোয়  ৫ জনকে পুলিশ  হেফাজতে

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস নিয়ে ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পাঁচজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম বিভাগের কার্যালয়ে নেয়া হয়। ডিএমপির সাইবার ক্রাইম বিভাগ জানায়, বাংলাদেশে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন কোন তথ্য পাওয়া যায়নি। তবে কেউ কেউ এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যারাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচার করবে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে। সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোঃ নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, নোভেল করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং এতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে এমন গুজব ছড়ানোর অপরাধে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
×