ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ জামালকে হারিয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

প্রকাশিত: ১২:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

শেখ জামালকে হারিয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ একদিকে তিনবারের চ্যাম্পিয়ন। আরেকদিকে একবারের রানার্সআপ। সাদা চোখে মনে হতে পারে তিনবারের শিরোপাধারীরাই জিতবে। কিন্তু না। জিতল দ্বিতীয় দলটিই। বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। জয়ী দলের নাইজিরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ ও চালর্স দিদিয়ের গোল করেন (৫৫ ও ৬৫ মিনিটে)। খেলায় বল নিয়ন্ত্রণ (৬১%-৩৯%), আক্রমণ (৬৪-৪৭), বিপজ্জনক আক্রমণ (২১-১৮), শট নেন গোল (১৪-১), কর্নার (৩-২) ... সবকিছুতেই সুস্পষ্টভাবে এগিয়েছিল বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী। তাদের গোছানো খেলা মুগ্ধ করে সবাইকে। সে তুলনায় অগোছাল ও ধারহীন ফুটবল খেলে ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল ধানমন্ডি। একটা সময় ছিল, যখন আবাহনী-মোহামেডানের পর দেশীয় ফুটবলের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল শেখ জামাল ধানম-ি। পেশাদার লীগ শুরু হবার পর তিন তিনবার শিরোপা জিতে তাক লাগিয়ে দিয়েছিল তারা। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিষ্ঠিত ক্লাব হিসেবেও সুনাম কুড়িয়েছিল তারা। কিন্তু সময়ের পরিক্রমায় তাদের সেই শক্তি ও ধার এখন অনেকটাই কমে গেছে। তারই ফল দেখা গেছে বৃহস্পতিবার। এবারের লীগে শিরোপা জেতা নয় বরং পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে থাকতে পারলেই যেন খুশি থাকবে তারা। সিলেটে রাসেল-ব্রাদার্স ম্যাচ ড্র ॥ একইদিনে সিলেটের সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে শেখ রালে ক্রীড়া চক্র ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের সঙ্গে। ম্যাচের ৩ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িনের গোলে এগিয়ে যায় একবারের চ্যাম্পিয়ন ও ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেল। বিরতির পর ৫৯ মিনিটে উজবেক মিডফিল্ডার আতাবেক ভালিদজানোভের গোলে সমতায় ফেরে দুইবারের শিরোপাধারী ও ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স। এরপর উভয় দলই একাধিক সুযোগ পেলেও আর কোন গোল করতে পারেনি। ফলে ড্রতে সন্তুষ্ট থাকতে হয় রাসেল-ব্রাদার্সকে।
×