ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দোলাচলে সালাহর অলিম্পিক ভাগ্য

প্রকাশিত: ১২:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

দোলাচলে সালাহর অলিম্পিক ভাগ্য

স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ সালাহ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুলের প্রধান ভরসা। তেমনি নিজ দেশ মিসরেরও সেরা তারকা ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। যে কারণে তাকে নিয়েই আগামী টোকিও অলিম্পিকে খেলতে চায় মিসর। তবে অলিম্পিকে খেলার জন্য সালাহকে জোর করবে না বলে জানিয়েছেন মিসর জাতীয় দলের কোচ শাওকি ঘারিব। তিনি বিষয়টি ছেড়ে দিয়েছেন লিভারপুল ও দলটির কোচ জার্গেন ক্লপের ওপর। অলিম্পিক ফুটবলে অনুর্ধ-২৩ দল খেলে থাকে। তবে এরচেয়ে বেশি বয়সী তিনজনকে দলে নেয়ার সুযোগ থাকে। ২৭ বছর বয়সী সালাহকে এ কারণেই ৫০ সদস্যের প্রাথমিক দলে রেখেছে মিসর। এবারের অলিম্পিকে ফুটবল ইভেন্টের ফাইনাল হবে আগামী ৮ আগস্ট। আর ওইদিন শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লীগের ২০২০-২১ মৌসুম। জাতীয় দলের হয়ে অলিম্পিকে খেলতে গেলে সালাহকে মৌসুমের শুরুর দিকে পাবে না লিভারপুল। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগেই জানিয়েছে, টোকিও অলিম্পিকের জন্য ২৩-এর বেশি বয়সী খেলোয়াড় ছাড়তে বাধ্য নয় ক্লাবগুলো। যে কারণে সালাহকে পেতে লিভারপুলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় নেই মিসরের। বিষয়টি অনুধাবন করে দলটির কোচ শাওকি বলেন, আমাদের সঙ্গে খেলতে সালাহকে জোর করতে পারি না আমরা। মিসর দলের হয়ে সালাহর অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে কেবল সে, তার ক্লাব লিভারপুল ও কোচ ক্লপ। এদিকে করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক বাতিলের খবর ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে আয়োজকরা। টোকিও অলিম্পিক আয়োজকরা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে গেমস বাতিল করার কথা তারা ভাবছেন না। গেমস বাতিলের যে খবর বেরিয়েছে সেটিকে ‘দায়িত্বজ্ঞানহীন গুজব’ বলে মন্তব্য করেছে জাপানের আয়োজক কমিটি। অলিম্পিক শুরু হতে আর মাত্র ১৬১ দিন বাকি আছে। কিন্তু এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গেমসটির আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তবে টোকিও ২০২০ আয়োজক কমিটির প্রধান নির্বাহী (সিইও) ইওসিরো মোরি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশকারীদের সমালোচনা করেন।
×