ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিতলেও মন ভরাতে পারেনি বসুন্ধরা

প্রকাশিত: ১২:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০

জিতলেও মন ভরাতে পারেনি বসুন্ধরা

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নাম লিখিয়েই শেষ মৌসুমে দুটি ট্রফি জয় করেছিল বসুন্ধরা কিংস। সাফল্যের ক্ষুধা বেড়ে যাওয়ায় পুরনো নতুন সেরা খেলোয়াড়দের ধরে রেখে নেয়া হয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়সহ জাতীয় দলের ফুটবলার। কিন্তু শক্তি বাড়ালেও প্রথম ম্যাচে গোছানো লাগেনি কর্পোরেট ক্লাবটিকে। নবাগত উত্তর বারিধারার বিরুদ্ধে ১-০ গোলের জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) শুরু করলেও কিংসের খেলায় পাওয়া গেল না আগের দাপট। তার ওপর গোলটি নিয়ে প্রশ্ন তুলে বারিধারার খেলোয়াড়সহ দর্শকরা। খেলার ছন্দ পতন ঘটে দ্বিতীয় হাফে। মারমুখী ছিল কিংসরা। গোল পেতে মরিয়া কিংসের ঘাম ঝরাতে থাকে নবাগত বারিধারা। বারিধারার ডিফেন্স ভাঙ্গতে পারছিল না কিংসরা। খেলায় ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি। দুই দলই তিনটি করে হলুদ কার্ড দেখেছে। এর মধ্যে কিংসের ডিফেন্ডার দুই দফায় হলুদ কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন। কিংসের হোমভেন্যু উত্তরাঞ্চলের নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের খেলা দেখে কারই মন ভরেনি। ১১তম বিপিএলে দেখা বসুন্ধরার সঙ্গে গতকাল বৃহস্পতিবার দলটিকে মেলানো গেল না। মৌসুমের প্রথম ম্যাচ বলেই হয়তো জড়তা কাটাতে পারেনি। যদিও দলটির ডাগআউটে সেই আক্রমণাত্মক ফুটবলের সমর্থক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। যিনি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার নেশায় প্রথাগত এক বা দুই ডিফেন্ডার নিয়ে একাদশ সাজাতে পছন্দ করেন। এই ট্যাকটিকসের জোরে গতবারের বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু নতুন মৌসুমের শুরুতে তার দর্শনে অনেকটা পার্থক্য। গতকালের খেলায় কিংসের একাদশে প্রথাগত ৬ ডিফেন্ডার। রক্ষণভাগের ৪ জনের সামনে দুই হোল্ডিং মিডফিল্ডার আর্জেন্টাইন নতুন অতিথি নিকোলাস ডেলমন্তে ও তাজিকিস্তান জাতীয় দলের অধিনায়ক আকতাম নাজারোভ। প্রথাগত লেফটব্যাক নাজারোভের কাঁধে মিডফিল্ডারের দায়িত্ব তুলে দেয়ায় স্বাচ্ছন্দ্যে ছিলেন না তিনি। মাঝ মাঠে প্রতিপক্ষকে থামিয়ে দেয়ার কাজটা ঠিকঠাক করতে পারলেও দলের আক্রমণে অবদান ছিল সামান্যই। মাঝ মাঠে অন্যতম দুই নায়ক মিডফিল্ডার ইমন বাবু ও বখতিয়ার দুশবেকভ ভালই খেলেছে। নবাগত উত্তর বারিধারার বিপক্ষে আধিপত্য ছিল কিংসেরই। এ্যাটাকিং থার্ডে প্রতিপক্ষের পরীক্ষা নেয়ার মতো বৈচিত্র্য বা সৌন্দর্য না থাকলেও একের পর এক আক্রমণ করেছে। দুইবার গোল পোস্ট বাধা ও একাধিক গোলের সুযোগ মিস না করলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত কিংস। পাশাপাশি বারিধারার আক্রমণ ছিল দেখার মতো। তারাও গোলপোস্ট বাধা ও একাধিক গোল মিস করে। ম্যাচের একমাত্র গোলটি এসেছে দ্বিতীয় হাফের ৮৬ মিনিটে কিংসের অধিনায়ক ড্যানিয়েল কলিন্ড্রেসের পা থেকে। গোলটি অফসাইডে হয়েছে যেমন বারিধারার খেলোয়াড়রা প্রতিবাদী ছিল তেমনি দর্শকরা প্রতিবাদী হয়ে উঠেছিল। খেলা পরিচালনায় থাকা রেফারি জসিমউদ্দিন ও লাইনে থাকা অপর দুই সহকারী রেফারি মনির ঢালি ও আব্দুর রহমানের ভূমিকা নিয়েও দর্শকরা প্রতিবাদী ছিল। খেলায় হলুদ কার্ড পায় ২৮ মিনিটে কিংসের ইব্রাহিম ও ৫৩ ও ৮৯ মিনিটে ইয়াছিন খান। ফলে দুইবার হলুদ কার্ড পাওয়ায় ইয়াছিনকে লালকার্ড প্রর্দশন করেন রেফারি। ছন্দপতন খেলায় কিংসদের নিজ ভেন্যুতে যদিও ১-০ গোলের জয় নিয়েই খুশি বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন। এতে কিংস প্রথম খেলায় পুরো পয়েন্ট পেল। তবে এ খেলা নিয়ে উত্তর বারিধারার কোচ আলফাজ আহমেদ সাংবাদিকদের কাছে কিছু বলেননি। এর আগে বিকালে বেলুন উড়িয়ে নীলফামারীর মাঠে বিপিএল ফুটবলের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, সনাকের সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা ক্লাবের সভাপতি ইমরুল হাসান ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ।
×