ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চোট কাটিয়ে ফিরছেন সাইফউদ্দিন, মিরাজ

প্রকাশিত: ১২:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২০

চোট কাটিয়ে ফিরছেন সাইফউদ্দিন, মিরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দুই রাউন্ড শেষ হয়ে গেছে। আজ তৃতীয় ও শেষ রাউন্ড শুরু হবে। কক্সবাজারের এক মাঠে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল এবং আরেক মাঠে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল চারদিনের এ ম্যাচটিতে লড়াই করবে। এ রাউন্ড শেষে চার দলের মধ্যে যে দুটি দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে, তারা ২১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লীগের ফাইনালে লড়াই করবে। তবে তৃতীয় রাউন্ডে দলগুলোর হার-জিতের চেয়েও নজর থাকবে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দিকে। তারা যে চোট সারিয়ে এ রাউন্ডে খেলতে নামবেন। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে তিনজাতি টি২০ সিরিজে খেলেছিলেন সাইফউদ্দিন। এরপর পিঠের চোট এমন মাত্রায় চলে যায়, আর খেলতে পারেননি। জাতীয় দলের হয়ে ভারত ও পাকিস্তান সফরে যেতে পারেননি। খেলতে পারেননি বিপিএলেও। এমনকি বিসিএলের দুটি রাউন্ডেও খেলতে পারেননি। পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি। এ প্রক্রিয়া শেষে এখন খেলার জন্য ফিট সাইফউদ্দিন। আজ শুরু হতে যাওয়া তৃতীয় রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলের দলে আছেন সাইফউদ্দিন। যেহেতু দলে রাখা হয়েছে, খেলাও হবে। আর তাই সেই সেপ্টেম্বরের প্রায় পাঁচ মাস পর আবার খেলতে নামবেন সাইফউদ্দিন। বিপিএল খেলতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন মিরাজ। এরপর বিসিএলের দুটি রাউন্ড খেলতে পারেননি। আজ মধ্যাঞ্চলের হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন মিরাজ। প্রথম রাউন্ডের পর তৃতীয় রাউন্ডেও জাতীয় দলের ক্রিকেটারদের খেলার কথা ছিল। তাই জানা গিয়েছিল। কিন্তু তৃতীয় রাউন্ডে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারের খেলা হচ্ছে না। তাদের বিশ্রাম দেয়া হয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে আসা সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত খেলবেন। এ দুইজন মধ্যাঞ্চলের হয়ে খেলবেন। পাকিস্তানে টেস্ট দলে থাকলেও একাদশে সুযোগ না পাওয়া নাঈম হাসানও খেলবেন। তিনি পূর্বাঞ্চলের হয়ে খেলবেন। পাকিস্তান সফরে টেস্ট দলে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, ২৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া সৌম্য সরকার, তাইজুল ইসলাম বিশ্রামে থাকবেন। জাতীয় দলের ক্রিকেটাররা নেই। তবে তৃতীয় রাউন্ড দলগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ফাইনালে খেলতে হলে জয় যে দরকার। তৃতীয় রাউন্ডে নামার আগে দক্ষিণাঞ্চল সবচেয়ে সুবিধাজনক স্থানে আছে। তারা ২ ম্যাচে ১ জয়, ১ ড্রতে ১৬.৩৯ পয়েন্ট পেয়েছে। এরপর আছে পূর্বাঞ্চল। ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ১৩.০৬ পয়েন্ট পেয়েছে পূর্বাঞ্চল। তৃতীয় স্থানে থাকা মধ্যাঞ্চল ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৯.৫ পয়েন্ট মিলেছে মধ্যাঞ্চলের। উত্তরাঞ্চল আছে বিপদে। দলটি ১ ম্যাচ হার ও ১ ম্যাচ ড্র’তে মাত্র ৫ পয়েন্ট পেয়েছে। বোঝাই যাচ্ছে ফাইনালে ওঠার রেস থেকে উত্তরাঞ্চল আউট হয়ে গেছে। এখন দক্ষিণাঞ্চলের ফাইনালে ওঠার সুযোগ সবচেয়ে বেশি। পূর্বাঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের ফাইনালে ওঠার ক্ষেত্রে লড়াই হবে। তবে দক্ষিণাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের ফাইনালে ওঠার সম্ভাবনাই উজ্জ্বল।
×