ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ার মানি ডিপোজিটকে মূলধনে রূপান্তর করতে হবে

প্রকাশিত: ১১:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২০

শেয়ার মানি ডিপোজিটকে মূলধনে রূপান্তর করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার মানি ডিপোজিটকে মূলধনে রূপান্তরের আগে তা সম্ভাব্য শেয়ার হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) গণনায় ‘শেয়ার মানি ডিপোজিট’কে বিবেচনায় নিতে হবে। এফআরসির নির্বাহী পরিচালক মুহাম্মদ আনওয়ারুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এফআরসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ার মানি ডিপোজিট হিসাবে প্রাপ্ত অর্থকে ৬ মাসের মধ্যে মূলধনে রূপান্তর করতে হবে। এ ছাড়া শেয়ার মানি ডিপোজিট বা অন্য যে কোন নামেই মূলধন খাতে সংগৃহীত অর্থ ফেরত বা প্রত্যাহার করার সুযোগ থাকবে না। ফিন্যান্সিয়াল রিপোর্টিং এ্যাক্ট (এফআরএ)-২০১৫ দ্ধারা বাংলাদেশে পরিগৃহীত ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডে (আইএফআরএস) উল্লিখিত মূলধন বা ইক্যুইটি সংজ্ঞার কার্যকরী বাস্তবায়নের লক্ষ্যে এই গাইডলাইন জারি করা হয়েছে। এ গাইডলাইন পালনে ব্যত্যয়ের ক্ষেত্রে এফআরএ-২০১৫ এর ৪৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলধন খাতে পাওয়া অর্থ যা শেয়ার মানি ডিপোজিট বা অন্য কোন নামে কোম্পানির মূলধন বা ইক্যুইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা কোনভাবেই প্রত্যাহার বা ফেরত নেয়ার যোগ্য হবে না। এছাড়া এ খাতে পাওয়া অর্থ সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আইনগতভাবে মূলধনে রূপান্তরিত করতে হবে। মূলধন রূপান্তরের আগ পর্যন্ত ওই তহবিল সম্ভাব্য শেয়ার হিসেবে বিবেচনা করতে হবে এবং সেই মোতাবেক ইপিএস গণনার অন্তর্ভুক্তি করতে হবে।
×