ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ হাঙ্গেরির

প্রকাশিত: ১১:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ হাঙ্গেরির

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে হাঙ্গেরি। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে হাঙ্গেরির পানি বিশেষজ্ঞ প্রতিনিধি দল সাক্ষাত করে এ আগ্রহের কথা জানান। খবর বাসসর। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দানিয়ূব নদী রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কমিশনের প্রেসিডেন্ট ও হাঙ্গেরি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি পিটার কোভাচ। সাক্ষাতকালে হাঙ্গেরির প্রতিনিধি দল জানান, ইউরোপে ১৪ দেশের ওপর দিয়ে প্রবাহিত দানিয়ূব নদীর পানি সমন্বিতভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে। নাজমুল হাসান মালদ্বীপে হাইকমিশনার জনকণ্ঠ ডেস্ক ॥ রিয়ার এডমিরাল নাজমুল হাসানকে মালদ্বীপের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়ার এডমিরাল নাজমুল হাসান ১৯৮৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নাজমুল হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন। নাজমুল হাসান বর্তমান হাইকমিশনার রিয়ার এডমিরাল আখতার হাবীবের স্থলাভিষিক্ত হবেন। রবিবার মার্কিন দূতাবাস বন্ধ জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস ডে উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি রবিবার ঢাকা মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার ঢাকা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। এতে উল্লেখ করা হয়, ১৬ ফেব্রুয়ারি দূতাবাস ছাড়াও কনস্যুলার সেকশন এবং আর্চার কে বাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট এ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। এ দিন প্রেসিডেন্টস ডে, আমেরিকার একটি ছুটির দিন। তবে দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরী সেবা অব্যাহত থাকবে। এক্ষেত্রে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে।
×